পনির চাপ (paneer chaap recipe in bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#স্পাইসি
চিকেন, মটনের মতো পনীর চাপ ও স্বাদে, রূপে, রঙে অনন্য।

পনির চাপ (paneer chaap recipe in bengali)

#স্পাইসি
চিকেন, মটনের মতো পনীর চাপ ও স্বাদে, রূপে, রঙে অনন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৩০০গ্রামপনির
  2. ১মুঠো কাজুবাদাম বাটা
  3. ১কাপসেদ্ধ পেঁয়াজ বাটা
  4. ২চা চামচরসুন বাটা
  5. ২চা চামচআদা বাটা
  6. ২টেবিল চামচপোস্ত বাটা
  7. ২চা চামচকাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  8. ২টেবিল চামচটকদই
  9. ১টেবিল চামচছাতু
  10. ২চা চামচগোলমরিচের গুঁড়ো
  11. ১/২চা চামচচিনি
  12. স্বাদমতোনুন
  13. ১টাদারচিনি
  14. ২টো ছোটএলাচ
  15. ২টোলবঙ্গ
  16. ১চা চামচজয়িত্রী
  17. ১টাস্টার আ্যনিস/তারাফুল
  18. ১/২ কাপসাদা তেল
  19. ১চা চামচগোলাপজল
  20. ১ফোঁটামিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    পনীর ঠান্ডা জলে ধুয়ে একটা কিচেন টাওয়েলে রেখে জল শুকিয়ে নিয়ে লম্বা আর মোটা করে কেটে নিতে হবে।

  2. 2

    এবার স্বাদমতো নুন, টকদই, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য রসুন বাটা ও সামান্য আদাবাটা দিয়ে মেখে নিতে হবে

  3. 3

    মশলা মাখা পনীরের টুকরো গুলোতে এবার ছাতু মাখিয়ে নিতে হবে।

  4. 4

    ১৫/২০ মিনিট ঢেকে রেখে যে শুকনো মশলা ছিল অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার আ্যনিস শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে।

  5. 5

    এবার এই মশলার গুঁড়ো একচিমটে পনীরে মাখিয়ে নিতে হবে।

  6. 6

    একটা প্যানে সাদাতেল দিয়ে তেল গরম করে ছাতুর মশলা মাখা পনীরের টুকরো গুলো হালকা বাদামী করে ভেজে নিতে হবে।

  7. 7

    পনীরের টুকরো তুলে নিয়ে এবার তেলে সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। বাদামি রং ধরলে একে একে আদাবাটা, রসুন বাটা দিয়ে কষতে হবে।

  8. 8

    তেল ছাড়লে কাজুবাদাম আর পোস্ত বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষে নিতে হবে।

  9. 9

    সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে ভাজা পনীরের টুকরো ছেড়ে রোস্ট করা মশলা, গোলাপ জল আর মিঠা আতর ছড়িয়ে পরিবেশন করতে হবে।

  10. 10

    পরোটা, নান, কুলচা র সাথে পনীর চাপ জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes