নবরত্ন (Nabaratna recipe in Bengali)

Biltu Saha
Biltu Saha @cook_24978292

#jemonkhusiradho2
#Rina
এটি একটি ঐতিহ্যপূর্ণ বেঙ্গলি রেসিপি. এটি সাধারণত নটি সব্জীর সমন্বয়ে তৈরি করতে হয়.

নবরত্ন (Nabaratna recipe in Bengali)

#jemonkhusiradho2
#Rina
এটি একটি ঐতিহ্যপূর্ণ বেঙ্গলি রেসিপি. এটি সাধারণত নটি সব্জীর সমন্বয়ে তৈরি করতে হয়.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 30 মিনিট
4 জন
  1. 1 টাগাজর
  2. 4 টেবিন্স
  3. 1 টা ছোটক্যাপ্সিকাম
  4. 1 টাআলু
  5. 2 টোসজনে ডাঁটা
  6. 2 টোপটল
  7. পরিমান মতো মটরশুঁটি
  8. 4 টুকরোফুলকপি
  9. 1-2 টাকাঁচালঙ্কা
  10. 150 গ্রামপনির
  11. 200 গ্রামতেল
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1টেবিল চামচ চিনি
  14. স্বাদমতোনুন
  15. পরিমানমতোজল
  16. 3 টেতেজপাতা
  17. 1 চিমটিজিরে
  18. 1 চিমটিহিং এক
  19. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা
  20. 2 চা চামচটমেটো সস
  21. 5 টাগোটা কাজু
  22. 5 পিসকিসমিস
  23. 25 গ্রামটক দই
  24. 200এম এল দুধ
  25. 1 চা চামচআদা বাটা
  26. 2টেবিল চামচ চারমগজ বাটা
  27. 1টেবিল চামচ পোস্ত বাটা
  28. 2টেবিল চামচ টমেটো বাটা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 30 মিনিট
  1. 1

    প্রথমে সব্জি গুলোকে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে

  2. 2

    এবার সব্জি গুলোকে সামান্য নুন দিয়ে মাখিয়ে নিতে হবে

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে সব্জি গুলোকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে এবং ওই তেলে পনির গুলোকেও ভেজে নিতে হবে

  4. 4

    তারপর তেল এক চিমটে হিং, তিনটে তেজপাতা, এক চিমটি জিরা এবং কয়েকটা গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে

  5. 5

    এবার ওই একই তেলে আদা বাটা, পোস্ত বাটা, চার মগজ বাটা দিয়ে কষাতে হবে এবং কাঁচালঙ্কা অ্যাড করতে হবে

  6. 6

    ফেটানো টক দই দিয়ে মসলা গুলোকে কষাতে হবে এবং সামান্য নুন এবং চিনি দিতে হবে

  7. 7

    এরপর ওর মধ্যে টমেটো বাটা এবং হলুদ দিতে হবে

  8. 8

    কষানো মসলা থেকে তেল ছেড়ে আসলে, ভেজে রাখা সবজি ও পনির দিয়ে দিতে হবে

  9. 9

    এরপর গরম জল অ্যাড করতে হবে

  10. 10

    নুন,চিনির পরিমান দেখে নিতে হবে এবং দরকার মতো অ্যাড করতে হবে

  11. 11

    এরপর টমেটো সস দিতে হবে

  12. 12

    সব্জি র জল শুকিয়ে আসলে সবশেষে ঘি,দুধ ও গোটা কাজু, কিসমিস দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Biltu Saha
Biltu Saha @cook_24978292

Similar Recipes