নারকোল নবরত্ন (Narkol nabratan recipe in bengali)

Saswati Majumdar
Saswati Majumdar @cook_22811519

#পূজা2020
এটি আমার শ্বশুর বাড়িতে দুর্গা পূজার ভোগ এ রান্না করা হতো।এটি সম্পূর্ণ একটি নিরামিষ পদ।খুব সুস্বাদু এই পদ টি আমি পুজোর কোনো একটি দিন দুপুরের ভাত এর সাথে পরিবেশন করি।

নারকোল নবরত্ন (Narkol nabratan recipe in bengali)

#পূজা2020
এটি আমার শ্বশুর বাড়িতে দুর্গা পূজার ভোগ এ রান্না করা হতো।এটি সম্পূর্ণ একটি নিরামিষ পদ।খুব সুস্বাদু এই পদ টি আমি পুজোর কোনো একটি দিন দুপুরের ভাত এর সাথে পরিবেশন করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩/৪জন
  1. ১টি ঝিঙে
  2. ৪টি পটল
  3. ১টি মুলো
  4. ১/২বাঁধাকপি(ছোট)
  5. ৭-৮টি বড় টুকরো ফুলকপি
  6. ১টি গাজর
  7. পরিমান মতো কড়াইশুঁটি
  8. ১টি ছোট বেগুন
  9. ৮-১০টি বিন্স
  10. ১ চা চামচ আদা কুচি
  11. পরিমাণমতপনির/ঘরে করা ছানা
  12. ১টি নারকোল(ছোট)
  13. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  15. ৩-৪টি কাঁচালঙ্কা
  16. ১/২চা চামচ মেথি (ফোরণের জন্য)
  17. ১/২চা চামচ পাঁচফোড়ন
  18. স্বাদমতনুন ও মিষ্টি
  19. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল ও ঘি
  20. ১/২চা চামচ জিরা বাটা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    সব সবজি ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রাখতে হবে।

  2. 2

    পনীর কিউব করে কেটে রাখতে হবে।নারকোল কিছুটা কুড়িয়ে,কিছুটা কিউব করে ও কিছুটা নারকোল এর দুধ বার করে রাখতে হবে।আদা কুচি করে রাখতে হবে।

  3. 3

    এবার কড়া তে ঘি ও তেল গরম করে পনীর, নারকোল কিউব ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার ওই তেল এ একে একে পটল, ফুলকপি,বেগুন ভেজে নিতে হবে।

  5. 5

    এরপর সবজি ভাজা তুলে রেখে প্রয়োজন এ আরো তেল যোগ করে গরম হলে তেল এ মেথি ফোড়ন দিয়ে মেথি গুলো তুলে ফেলে দিয়ে আবার পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সব সবজি কড়া তে দিয়ে কষা তে হবে।নুন, মিষ্টি হলুদ,লঙ্কাগুঁড়ো,কাঁচালঙ্কা,জিরা বাটা দিয়ে কষাতে হবে।১০মিনিট কষিয়ে এর মধ্যে নারকোল কুচি ভাজা,পনীর,আদা বাটা দিয়ে কষতে দিতে হবে।ভালো করে কষা হলে নারকোল কোরা ও নারকোল এর দুধ দিয়ে আরো খানিক্ষণ কষিয়ে ওভেন বন্ধ করতে হবে।পাত্রে ঢেলে উপরে লঙ্কা ও কুড়ানো নারকোল ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saswati Majumdar
Saswati Majumdar @cook_22811519

Similar Recipes