আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল (aloo fulkopi diye rui maacher jhol recipe in Bengali)

Suklatithi Chakraborty
Suklatithi Chakraborty @cook_24072987

#jemonkhusirado2
#Rina
মাছে ভাতে বাঙালি।

আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল (aloo fulkopi diye rui maacher jhol recipe in Bengali)

#jemonkhusirado2
#Rina
মাছে ভাতে বাঙালি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২-৩ জন
  1. পরিমান মতোমাছ
  2. স্বাদমতোনুন
  3. 1 চা চামচ হলুদ
  4. পরিমান মতোসর্ষের তেল।
  5. স্বাদমতোলঙ্কা গুঁড়ো
  6. স্বাদ মতোকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচ আদা বাটা এক চা চামচ।
  8. 1 টিটমেটো বা পেস্ট
  9. 2 টোআলু লম্বা টুকরো করা
  10. 1 টাফুলকপি টুকরো করা
  11. 1/2 চা চামচগোটা জিরে
  12. 1 টাতেজপাতা
  13. 2-3 টেকাঁচা লঙ্কা
  14. 1 টা ছোটো ছোট এলাচ
  15. 1চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1 চা চামচজিরে গুঁড়ো
  17. 1/2চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মাছ গুলো কে ভালো করে ধুয়ে তেল হলুদ মাখিয়ে রাখুন।

  2. 2

    কড়াই তে সরষের তেল ভাল করে গরম করে মাছ গুলিকে এপিট ওপিট করে ভাজুন। মাছ তুলে সরিয়ে রাখুন।

  3. 3

    ঐ তেলেই আলু এবং ফুলকপির টুকরো ভাল করে ভাজুন।

  4. 4

    আবার কড়াই তে তেল দিয়ে, ভালো করে গরম করে তাতে গোটা সাদা জিরে, তেজপাতা আর ছোট এলাচ ফোঁড়ন দিন। এরপর কাটা টম্যাটো বা টম্যাটো পেস্ট দিয়ে ভালো করে কশান, তারপর আদাবাটা দিন।

  5. 5

    একটা বাটিতে জিরে গুড়ো বা বাটা, হলুদ আর শুকনো লঙ্কা বাটা বা গুড়ো জল মিশিয়ে একটা পেষ্ট তৈরী করে কড়াই তে দিয়ে দিন। নুন দিন আন্দাজ মত।

  6. 6

    ঐ মশলা টা কশিয়ে তেল বার হলে পরিমান মত জল দিয়ে ঝোল এ ফুট ধরলে আলু, মাছ তারপর নামানোর আগে আগে কপি দিন।কপি যেন বেশী সেদ্ধ না হয়।

  7. 7

    গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল নামান।

  8. 8

    গরম ভাতে পরিবেশন করুন বাঙালির প্রিয় মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suklatithi Chakraborty
Suklatithi Chakraborty @cook_24072987

Similar Recipes