ওভেন নেই তো কি হয়েছে? বানাবো প্যান পিৎজা (pan pizza recipe in bengali)

Debjit Saha
Debjit Saha @cook_25164840

কিভাবে বাড়িতে বানাতে পারেন পিজ্জা তাও ওভেন ছাড়াই। আমি আপনাদের সকলের শেফ দেবজিৎ, আপনাদের সাথে আমার ইতালিয়ান শেফের একটি নিজস্ব রেসিপি শেয়ার করব যেটি আপনাকে ভুলিয়ে দেবে দোকানের পিৎজার স্বাদ।

অবশ্যই বাড়িতে তৈরি করুন আর সকলের সাথে আনন্দ করে উপভোগ করুন। জানাতে ভুলবেন না কেমন লাগলো।
#আমার প্রথম রেসিপি

ওভেন নেই তো কি হয়েছে? বানাবো প্যান পিৎজা (pan pizza recipe in bengali)

কিভাবে বাড়িতে বানাতে পারেন পিজ্জা তাও ওভেন ছাড়াই। আমি আপনাদের সকলের শেফ দেবজিৎ, আপনাদের সাথে আমার ইতালিয়ান শেফের একটি নিজস্ব রেসিপি শেয়ার করব যেটি আপনাকে ভুলিয়ে দেবে দোকানের পিৎজার স্বাদ।

অবশ্যই বাড়িতে তৈরি করুন আর সকলের সাথে আনন্দ করে উপভোগ করুন। জানাতে ভুলবেন না কেমন লাগলো।
#আমার প্রথম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. পিৎজা ডো এর রেসিপি
  2. ৪৫০ গ্রামময়দা
  3. ৫০ গ্রামসুজি
  4. ৫গ্রাম
  5. ১ চা চামচমধু
  6. ১ টেবিল চামচঅলিভ অয়েল
  7. ২৭৫ মিলি লিটারউষ্ণ গরম জল
  8. ১৫ গ্রামলবণ
  9. টপিং আগে থেকে রান্না করে রাখুন অল্প তেল, গোলমরিচ এবং নুন দিয়ে।
  10. প্রয়োজন অনুযায়ীসবজি যেমন ক্যাপ্সিকাম, পেঁয়াজ,রসুন, অলিভস,বেবিকর্ন
  11. বা চিকেন পেপেরণী ইত্যাদি
  12. ১৫০গ্রামপিৎজা সস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটি সাধারণ পিৎজা ও আরেকটি অসাধারণ পিৎজার মধ্যে তফাৎ একটাই সেটি হলো তার ডো বা মায়দা মাখার পদ্ধতি। তাহলে শুরু করা যাক? প্রথমে পিৎজা জন্য ময়দা মেখে রাখতে হবে অন্তত ৮ থেকে ১২ ঘন্টা।

  2. 2

    একটি পাত্রে ময়দা, সুজি, মধু ও ইস্ট ভাল করে মিশিয়ে নিন।

  3. 3

    তারপরে মাঝখানে একটি জায়গা করে তাতে অল্প অল্প করে উষ্ণ গরম জল মিশিয়ে নিন আর ময়দাটা ভালো করে মাখা শুরু করুন।

  4. 4

    পুরো জল ব্যবহার হয়ে যাবার পরেও আরো ৫ থেকে ৭ মিনিট মেখে নিন তারপর তাতে লবণ মিশিয়ে ও অলিভ অয়েল মিশিয়ে আরও ৫ মিনিট ভালো করে মেখে নিন যতক্ষণ না পর্যন্ত সেটি মুলায়ম হয়ে যায়। এবং ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।

  5. 5

    10 মিনিট পরে একটি ছুরির সাহায্যে ময়দা মাখা টি কেটে নিন 5 থেকে 6টি ভাগে। সুন্দর করে গোলাকার দিয়ে তার ওপরে তেল লাগিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন ৮ থেকে ১২ ঘন্টার জন্য। দুটি টু এর মাঝে অন্ততপক্ষে 2 ইঞ্চির দূরত্ব রাখবেন।

  6. 6

    8 থেকে 12 ঘন্টা পরে দেখতে পাবেন যে পিজ্জার বলগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এবার সে গুলোকে হাত দিয়ে বা রুটি বেলে দিয়ে গোল করে নিন শুকনো সুজি সহযোগে। আর কাটা চামচ দিয়ে একটু একটু ফুটো করে দিন যাতে পিজা বেশি ফুলে না যায়।

  7. 7

    তারপর সেই বিষয়টিকে যেই প্যানে বানাবেন সেই প্যানেল মধ্যে বসিয়ে দিন আর তার উপর পিজা সস ও আগে থেকে সাথে করে রাখা সবজি বা চিকেন দিয়ে দিন।

  8. 8

    এরপরে উপর থেকে মোজেরেলা চিজ বা আপনার পছন্দের চিজ গ্রেট করে দিন। মনে রাখবেন প্রাণের ওপরে কোনরকম তেল ব্যবহার করার কোন দরকার নেই

  9. 9

    এবার প্যানটি কে হালকা হালকা আচএ বসিয়ে রান্না হতে দিন যতক্ষণ না পর্যন্ত নিচের থেকে সুন্দর সোনালি রং হয়ে যায়। আর মাঝে মাঝে প্যানটি ঘুরিয়ে নেবেন যাতে চারদিক থেকে পিৎজাটি ভালোভাবে হয়ে যায়।

  10. 10

    যখন পিজ্জাটি সুন্দর করকরে হয়ে যাবে সেটা বাইরে বার করে ইচ্ছে মতন কেটে উপর থেকে অরিগানো বা চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম পরিবেশন করুন।

  11. 11

    বিশেষ দ্রষ্টব্য:যদি কেউ বিশ্বাস বাড়িতে বানাতে চান তাহলে কিছু টমেটো নিয়ে সেটি হালকা গরম জলে কিছুক্ষণ রেখে তার চোকলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন নুন স্বাদমতো চিনি অলিভ অয়েল অরিগ্যানো আর বসিল দিয়ে। তারপর মিশ্রণটি একটু পেয়াজ আর রসুন কুচি সহযোগে করে গারো করে নিন তাহলেই তৈরি হয়ে যাবে আপনাদের পিজা সস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjit Saha
Debjit Saha @cook_25164840

Similar Recipes