ইস্ট বিহীন পিজ্জা🍕(No Yeast pizza recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

ইস্ট বিহীন পিজ্জা🍕(No Yeast pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 কাপআটা
  2. 1/2 চা চামচবেকিং পাউডার
  3. 1/4 চা চামচখাবার সোডা
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. 1টেবিল চামচ সাদা তেল
  6. 1 চা চামচবাটার
  7. 2টেবিল চামচ টক দই
  8. 1টি পিঁয়াজ
  9. 1/2গাজর
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  11. 1টি টমেটো
  12. 1/2ক্যাপ্সিকাম
  13. 1মুঠো ভুট্টার দানা
  14. 50 গ্রামপনির
  15. 2টেবিল চামচ রেড সস
  16. 2টেবিল চামচ সাদা সস

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    আটার সাথে নুন, তেল, বেকিং পাউডার ও খাবার সোডা মিশিয়ে নিলাম। টক দই দিয়ে মেখে নিলাম। এতে জল দেওয়া যাবে না। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম

  2. 2

    টপিং এর জন্য সব্জি কেটে নিলাম

  3. 3

    আটা থেকে লেচি কেটে বেলে নিলাম। একটা ছুরি দিয়ে পুরো রুটিটা ফুটো ফুটো করে দিলাম

  4. 4

    নন স্টিক পাত্রে নুন ছড়িয়ে একটি স্ট্যান্ড বসিয়ে গ্যাস অন করে দিলাম।

  5. 5

    একটি স্টীল এর ডিসে তেল ব্রাশ করে তার উপর রুটিটা রেখে স্ট্যান্ড এর উপর বসিয়ে দিলাম

  6. 6

    10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এতে পিজ্জা বেস তৈরী হয়ে যাবে।

  7. 7

    এবার পিজ্জা বেস এর উপর মাখন ও রেড সস মাখিয়ে নিলাম। টপিং সাজিয়ে দিলাম

  8. 8

    পনীর ছোট ছোট টুকরো করে কেটে সাজিয়ে দিলাম। এর উপর বেঁচে যাওয়া সসটাও দিয়ে দিলাম

  9. 9

    এবার তাওয়া তে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট এর জন্য। তারপর ঢাকা খুলে দেব। ক্রিপ্সি হলে নামিয়ে নিলাম

  10. 10

    পিজ্জা পরিবেশনের জন্য প্রস্তুত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes