রুই মাছের কালিয়া (Rui macher kalia recipe in Bengali)

Nanda Dey
Nanda Dey @cook_25252310

রুই মাছের কালিয়া (Rui macher kalia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭ টুকরো রুই মাছের পেটি
  2. ৫০ গ্রাম টক দই
  3. ১ টা মাঝারি আকারের পেঁয়াজ বাটা
  4. ১ টা ছোট পেঁয়াজ কুচনো
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চামচ ধনে গুঁড়ো
  9. ১ টেবিল চামচ কাজু- চারমগজ বাটা
  10. আন্দাজ মতোনুন, হলুদ
  11. ১/২ চা চামচ কালোজিরা
  12. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  14. স্বাদ মতো একটু মিস্টি
  15. ২ টেবিল চামচ সর্ষের তেল
  16. ২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    নববর্ষে আমরা রুই মাছের নানা ধরনের পদ রান্না করি, তার মধ্যে অন্যতম হচ্ছে রুই মাছের কালিয়া। খুবই সুস্বাদু পদটি।

  2. 2

    মাছগুলো ভালো করে ধুয়ে নিন।এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে হলুদ নুন মাখা মাছগুলো ভেজে নিন।

  3. 3

    ঐ কড়াতে ঘি দিয়ে কালোজিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে দিয়ে দিন রসুন, আদা, পেঁয়াজ বাটা, একটু ভাজুন।

  4. 4

    এরপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,কাজু- চারমগজবাটা, হলুদ নুন, ফেটানো দৈ দিয়ে একটু কষে,১ কাপ জল দিয়ে ঢাকা দিন।

  5. 5

    ফুটে উঠলে,ঝোলমাছের গায়ে মাখা হলে গরম মশলা মিস্টি দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ধন্যবাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nanda Dey
Nanda Dey @cook_25252310

Similar Recipes