রুই মাছের কালিয়া (rui macher kalia recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#ebook2
#জামাইষষ্ঠী
জামাই ষষ্ঠীতে মাছের একটা পদ তো বাধ্যতামূলক আর তার জন্য রাজকীয় স্বাদের রুই মাছের কালিয়া অবশ্যই চাই।

রুই মাছের কালিয়া (rui macher kalia recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
জামাই ষষ্ঠীতে মাছের একটা পদ তো বাধ্যতামূলক আর তার জন্য রাজকীয় স্বাদের রুই মাছের কালিয়া অবশ্যই চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম রুই মাছ
  2. ১ টি মাঝারি সাইজের টম্যাটো বাটা
  3. ১টি বড়ো সাইজের পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. ২ টেবিল চামচ কাজু কিসমিস বাটা
  11. ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা
  12. ২ টেবিল চামচ টক দই
  13. ১ চা চামচ চিনি
  14. স্বাদ অনুযায়ীলবণ
  15. ৫০মিলি তেল
  16. ১টি তেজপাতা
  17. ২টি শুকনো লঙ্কা
  18. ১/৪ চা চামচ কালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন। তারপর মাছ গুলো ভেজে নিন।

  2. 2

    মাছ ভাজার তেলের মধ্যেই তেজপাতা,শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,টম্যাটো বাটা,লবণ,চিনি দিয়ে ভালো করে কষাতে থাকুন।

  3. 3

    মশলা থেকে তেল ছেড়ে আসলে আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

  4. 4

    এরপর কাজু কিসমিস বাটা আর বেরেস্তা দিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।

  5. 5

    ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিন।

  6. 6

    ঝোল পছন্দ মতো ঘনত্বে আসলে নামিয়ে নিন।নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes