পুরভরা আলুর দম (pur bhora aloor dum recipe in Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

#নিরামিষ বাঙালি রান্না
যেকোনো ছোট বড় আনন্দ অনুষ্ঠানে আলুরদম সহযোগে লুচি বা পরোটা আমাদের সকলেরই খুব পচ্ছন্দের। আর সেই আলুরদম কেই আমি একটু অন্য ভাবে করতে চেষ্টা করেছি।

পুরভরা আলুর দম (pur bhora aloor dum recipe in Bengali)

#নিরামিষ বাঙালি রান্না
যেকোনো ছোট বড় আনন্দ অনুষ্ঠানে আলুরদম সহযোগে লুচি বা পরোটা আমাদের সকলেরই খুব পচ্ছন্দের। আর সেই আলুরদম কেই আমি একটু অন্য ভাবে করতে চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪-৬ জন
  1. ৬ টি বড় মাপের আলু
  2. ২০০ গ্রাম ছানা
  3. ২ টি তেজপাতা
  4. ২ টি কাঁচা লঙ্কা কুঁচি
  5. ৬-৮ টি কাজুবাদাম
  6. ২-৩ টেবিল চামচ চারমগজ
  7. ১ টি বড় টমেটো বাটা
  8. ১ টেবিল চামচ আদা কাঁচালঙ্কা বাটা
  9. ১/৮ চা চামচ হিং
  10. ১/৪ চা চামচ জিরেগুঁড়ো
  11. ১/৪ চা চামচ হলুদগুঁড়ো
  12. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ৬-৭ টি কিসমিস কুচি
  14. ১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  15. ২ টেবিল চামচ সাদা তেল
  16. স্বাদমত নুন মিষ্টি
  17. পরিমাণ মতো আলু ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    এরপর আলুর মাথার দিকটা কেটে ভিতর থেকে কুড়িয়ে বার করে নিতে হবে।

  3. 3

    এরপর আলু গুলো নুন মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর পুড়ের জন্য কড়াইতে ১ চা চামচ তেল দিয়ে ওতে কাঁচালঙ্কা কুচি,ছানা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, মিষ্টি, কিশমিশ কুচি,দিয়ে নাড়তে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।

  6. 6

    এরপর আলু আর পুর ঠাণ্ডা হলে আলু্র মধ্যে পুর ভরে নিতে হবে।

  7. 7

    এরপর কাজু আর চারমগজ গরম জলে ৩০মিনিট ভিজিয়ে বেটে নিতে হবে।

  8. 8

    এরপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর হিং ফোড়ন দিতে হবে। তারপর ওর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে ওর মধ্যে টমেটো বাটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না কাঁচাগন্ধ চলে যায়।

  9. 9

    এরপ‍র ওর মধ্যে কাজু চারমগজ বাটা দিয়ে নেড়ে ওর মধ্যে জিরে গুঁড়ো,হলুদগুঁড়ো,লঙ্কা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।

  10. 10

    এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes