চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

M. Koushik
M. Koushik @cook_24996617

#Ruma
আমার প্রিয় চিকেন কষা, মুরগির মাংসের অনেক রকম রেসিপি রয়েছে, এটি খুব জনপ্রিয়, আমার তো খুব ভালো লাগে, রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি

চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

#Ruma
আমার প্রিয় চিকেন কষা, মুরগির মাংসের অনেক রকম রেসিপি রয়েছে, এটি খুব জনপ্রিয়, আমার তো খুব ভালো লাগে, রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪ জন
  1. 850 গ্রামমুরগির মাংস
  2. ১ চা চামচ আদা পেস্ট বা বাটা
  3. ১ চা চামচ রসুনবাটা
  4. ২-৩ টিপেঁয়াজ
  5. ২ চা চামচ গরম মশলা গুঁড়ো বা বাটা
  6. প্রয়োজন অনুযায়ীগরম মশলা
  7. ১টিতেজপাতা
  8. ১ চা চামচ জিরার গুঁড়ো
  9. পরিমান মততেল
  10. স্বাদ অনুসারেলবণ
  11. ১ চা চামচ গোটা জিরা
  12. ১টিটমেটো , ছোট করে কাটা
  13. ১ চা চামচ লাল লংকার গুঁড়ো,
  14. 1 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/2 চা চামচ চিনি ( ঐচ্ছিক)
  16. ১ টেবিল চামচটক দই
  17. ১ টিক্যাপ্সিকাম মাঝারি টুকরো করে কাটা ( ঐচ্ছিক)
  18. ৫-৬ টিকাঁচা লঙ্কা , কুচি করে কাটা
  19. পরিমান মত / ১/২ কাপ সর্ষের তেল
  20. ১/২ কাপ ধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন বা মুরগির মাংস ভালোকরে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।এবার ধোয়া মুরগির মাংস একটি পাত্রে নিয়ে ওর সঙ্গে আদা রসুন পেস্ট, কাটা পেঁয়াজ, লাল লংকার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো (অৰ্ধেক টা), লবণ, হলুদ গুঁড়ো এবং টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার এই চিকেন কে আধ ঘন্টা ফ্রিজে বা সাধারণ তাপমাত্রায় রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য।

  2. 2

    এবার একটি কড়াইতে ১/২ কাপ বা পরিমান মত তেল নিয়ে গরম করে নেবো ।তেল গরম হলে ওর মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, ও তেজপাতা ফোড়ন দেবো । মশলা একটু লাল হয়ে উঠলে ওর মধ্যে কাটা কাঁচা লঙ্কা দিয়ে ১ থেকে ২ মিনিট নাড়িয়ে নিতে হবে ।

  3. 3

    এবার ওর মধ্যে ক্যাপ্সিকাম ও টমেটো, হলুদ গুঁড়ো, ও লবণ যোগ করে ৩-৪ মিনিট বা যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে যায় ততক্ষন পর্যন্ত ভাজতে হবে ।

  4. 4

    মাংস কষানোর সময় মাংস মাঝে মাঝে নেড়ে যেতে হবে যাতে নিচের মাংস কড়াইতে লেগে না যায়।এবার মাংসের মধ্যে এক কাপ জল দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসকে ৮-থেকে ১০ মিনিট মিডিয়াম বা উচ্চ তাপে জ্বাল দেবো ।

  5. 5

    এবার ঢাকনা খুলে একটুকরো মাংস তুলে চেক করে দেখে নিতে হবে মাংস ভালোভাবে রান্না হয়েছে কিনা এবং লবণ ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বাকি অৰ্ধেক বাটা বা গুঁড়ো গরম মশলা ওর মধ্যে মিশিয়ে দেবো ।

  6. 6

    এখন মশলা মাখানো ম্যারিনেট করা মুরগির মাংস কড়াইতে দিন ও ভালোভাবে মিশিয়ে ঢেকে দেবো ।এভাবে ৩ -৪ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে ভালো ভাবে ৮-১০ মিনিট পর্যন্ত মাংস ভালো করে কষিয়ে নিলাম ।

  7. 7

    এবার মাংসের উপরে কাটা ধনে পাতা যোগ করে হালকা মিশিয়ে নামিয়ে নিতে হবে ।এবারে গরম গরম আমাদের প্রিয় “চিকেন কষা “, ভাত, রুটি, জিরা রাইস, বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করা যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
M. Koushik
M. Koushik @cook_24996617

Similar Recipes