বোয়াল কষা (Boyal kasha recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ebook2 বাংলা নববর্ষে বোয়ালের চিরাচরিত ঝাল ঝোলের থেকে অন‍্যরকম এই বিশেষ মাছের পদ।

বোয়াল কষা (Boyal kasha recipe in Bengali)

#ebook2 বাংলা নববর্ষে বোয়ালের চিরাচরিত ঝাল ঝোলের থেকে অন‍্যরকম এই বিশেষ মাছের পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ম‍্যারিনেশন ৩০
২ জন
  1. বোয়াল মাছের বড় টুকরো
  2. ১/৪ চা চামচকালো জিরে
  3. ছোট পেঁয়াজ (বেটে রাখা)
  4. ছোট পেঁয়াজ (কুচি করা)
  5. ২ চা চামচআদা - রসুন বাটা
  6. ১ ১/২ চা চামচল‌ঙ্কাগুঁড়ো
  7. ১ ১/২ চা মচহলুদগুঁড়ো
  8. বড় টমেটো (মিহি করে বাটা)
  9. ১ টেবিল চামচটকদ‌ই
  10. স্বাদমতোলবণ
  11. ২ চা চামচলেবুর রস
  12. চেরা কাঁচাল‌ঙ্কা
  13. ৪ চা চামচসর্ষের তেল
  14. ১/২কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

ম‍্যারিনেশন ৩০
  1. 1

    মাছ ধুয়ে লেবুর রস, লবণ,১/২ চামচ হলুদগুঁড়ো মাখিয়ে আধঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল গরম হলে মাছ হাল্কা করে দুপিঠ ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

  3. 3

    কড়াইয়ের বাড়তি তেল তুলে ১ বড়চামচ কড়াইতে রেখে কালোজিরে ফোড়ণ দিয়ে পেঁয়াজকুচি দিয়ে ভেজে পেঁয়াজবাটা দিয়ে ১মিনিট নেড়ে আদা - রসুন বাটা দিয়ে নাড়তে হবে।

  4. 4

    টমেটো বাটা দিয়ে একটু নেড়ে একটা বাটিতে লবণ, হলুদগুঁড়ো, ল‌ঙ্কাগুঁড়ো, টকদ‌ই নিয়ে ফেটিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে কষতে হবে।

  5. 5

    মশলা থেকে তেল ছাড়লে ১/২ কাপ জল দিয়ে ঝোল ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে ৫মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    ঝোল গাঢ় হয়ে মাছের গা - মাখা হলে উপরে চেরা কাঁচাল‌ঙ্কা দিয়ে আঁচ নিভিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট রেখে দিলেই তৈরী।

  7. 7

    গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে বোয়াল কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes