মুলো দিয়ে রুই মাছের ঝোল (mulo diye rui macher jhol recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#FFW4
#WEEK4
বাঙালির পাতে প্রত্যেক দিনই চাই মাছের যে কোনো রান্না পদ , আজ আমি বানিয়েছি মুলো দিয়ে মাছের ঝাল।

মুলো দিয়ে রুই মাছের ঝোল (mulo diye rui macher jhol recipe in Bengali)

#FFW4
#WEEK4
বাঙালির পাতে প্রত্যেক দিনই চাই মাছের যে কোনো রান্না পদ , আজ আমি বানিয়েছি মুলো দিয়ে মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫/৪০ মিনিট।
৪ জন।
  1. ৪০০ গ্রাম রুই মাছের টুকরো
  2. ১ টা বড় পেয়াঁজ বাটা
  3. ১ চা চামচআদা রসুন বাটা
  4. ১ চা চামচকালো জিরা
  5. ২-৪ টে দানা মেথি
  6. ৪ টেবিল চামচ টমেটো পেস্ট
  7. স্বাদ মত লবণ
  8. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  9. ৪ টে গোটা কাঁচা লঙ্কা
  10. ২ টো কাঁচা লঙ্কা বাটা
  11. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. ১/২ কাপ সর্ষের তেল
  13. ১ টা মুলো পাতলা পাতলা করে কেটে রাখা

রান্নার নির্দেশ সমূহ

৩৫/৪০ মিনিট।
  1. 1

    প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম।

  2. 2

    এবার গ্যাস ওভেন জ্বালালাম। ফ্রাইং প্যান বসালাম, তেল ঢেলে দিলাম, তেল গরম করে নিলাম । মাঝারি আঁচে মাছ হাল্কা করে ভেজে তুলে রাখলাম।

  3. 3

    এবার রান্নার পাত্র বসালাম। বাকি তেল ঢেলে দিলাম,। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে পেয়াঁজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, আন্দাজ মতো লবণ, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে কষে নিলাম। তারপর মুলোর টুকরো গুলি দিয়ে দিলাম সামান্য জল ছিটিয়ে আবার কষে নিলাম। কষার পর পরিমাণ মতো জল ঢেলে দিলাম, ঢাকনা বন্ধ করে দিলাম।একটু ফুটে উঠলে মুলো সিদ্ধ হবার মুখে এমন সময় মাছ ভাজা দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে আঁচটা ধী মে করে দিলাম।

  4. 4

    কিছু সময় পর লবণ ঠিক হয়েছে কিনা দেখে নিলাম, ঝোল ঘন হইয়ে গেছে দেখে গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। আমার মুলো দিয়ে রুই মাছের ঝাল রান্না কমপ্লিট।

  5. 5

    অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। সজিয়ে গুছিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes