কাজি এগ তরর্কা ডাল(Kagzi Egg Tadka Daal Recipe in Bengali)

Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)

#India2020
lost
অরুনাচল প্রদেশের হারিয়ে যাওয়া রান্না।খুবই পুষ্টিকর খাবার।মুগ ও মুসুর ডাল দিয়ে রান্নাটা করতে হয়।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ১/৪ কাপ মুগ ডাল
  2. ১/৪ কাপ মুসুর ডাল
  3. ৫টা ডিম
  4. ৫টা পিঁয়াজ কুচি
  5. ১২টা রসুন কোয়া বাটা
  6. ১টা টমেটো কুচি
  7. ১/৪ চা চামচ গোটা জিরে
  8. ১টা শুকনো লঙ্কা
  9. ৪টে কাঁচা লঙ্কা
  10. ১চা চামচ হলুদগুঁড়ো
  11. ১চা চামচ লঙ্কাগুঁড়ো
  12. ১চা চামচ জিরেগুঁড়ো
  13. ১চা চামচ ধনে গুঁড়ো
  14. ১চ চামচ গরমমশলা গুঁড়ো
  15. ১ চা চামচ ঘি
  16. ৬ চা চামচ সরষের তেল
  17. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ডাল ধুয়ে নিয়ে তাতে ১কাপ জল ও ১চাচামচ নুন ও ২ফোটা তেল দিয়ে ১টা প্রেসারে সিটি দিয়ে ১০মিনিট গ‍্যাসে রেখে দিতে হবে।

  2. 2

    এবার ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে ডিমের গা ছুরি দিয়ে চিরে নিতে হবে।এবার কড়াতে তেল দিয়ে ডিমগুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলে শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে পিয়াজ-আদা-রসুন বাটা দিয়ে নেড়ে টমেটো কুচি দিয়ে নেড়ে সব মশলা দিয়ে নেড়ে কাচালঙ্কা চিরে দিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর ডাল সেদ্ধ দিয়ে নেড়ে অল্প জল দিয়ে ডিম গুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।২মিনিটপর ঢাকা খুলে গরমমশলা ও ঘি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে গ‍্যাস বন্ধ করে দিতে হবে।পুরো রান্নাটা অল্প আচে হবে।

  5. 5

    এবার গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটি বা পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Rakhi Dey Chatterjee
Rakhi Dey Chatterjee @cook_23565758
Howrah (Bagnan)
রান্না করতে ভালবাসি ও রান্না করে খাওয়াতে ভালবাসি
আরও পড়ুন

Similar Recipes