এগ রোল (egg roll recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#ময়দার রেসিপি
এগ রোল এমন একটা খাবার ছোট-বড় সবারই খুব ভালো লাগে সন্ধ্যের খাবার এটি অতুলনীয়।

এগ রোল (egg roll recipe in Bengali)

#ময়দার রেসিপি
এগ রোল এমন একটা খাবার ছোট-বড় সবারই খুব ভালো লাগে সন্ধ্যের খাবার এটি অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩জন
  1. ১.৫ কাপ (বড় কাপ)ময়দা
  2. ২টি পেঁয়াজ কুচি
  3. ১/২ পাতিলেবুরস
  4. ২টি লঙ্কা কুচি
  5. 2টেবিল চামচ সাদা তেল ময়মের জন্য
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. স্বাদ অনুযায়ীবিট নুন
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ৩টি ডিম
  10. পরিমাণ মত সাদা তেল ভাজার জন্য।

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা টিকে সাদা তেল লবণ দিয়ে খানিকক্ষণ ময়ম দিয়ে তার মধ্যে জল দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি,পাতিলেবুর রস, গোলমরিচ,বিট নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে বেলে পরোটার আকারে প্রথমে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার একটি বাটিতে ডিম নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে গুলে আর আরেকটি প্যানের মধ্যে তেল দিয়ে অমলেটের আকারে করে তার ওপরের দিকে আগে থেকে করে রাখা পরোটাটিকে চেপে দিতে হবে ।

  5. 5

    এবার একটি প্লেটের মধ্যে ডিমসহ পরোটিকে রেখে তার ওপর মাখানো পেঁয়াজ কুচি দিয়ে রোলের আকারে করে কাগজ দিয়ে মুড়িয়ে দিলেই এগ রোল তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

মন্তব্যগুলি (5)

Similar Recipes