মোচা বাটা (Mocha bata recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#ebook2
নববর্ষের সময় আমরা হরেক রকমের রান্না করে থাকি। কিন্তু এই পদটি না হলে আমার মনে হয় আমার কাছে , নববর্ষের রান্না যেন কমপ্লিট হল না । এতোই সুস্বাদু একটি রান্না । এক থালা ভাত খেয়ে নেওয়া যায় । তোমরাও করে দেখতে পারো ।

মোচা বাটা (Mocha bata recipe in bengali)

#ebook2
নববর্ষের সময় আমরা হরেক রকমের রান্না করে থাকি। কিন্তু এই পদটি না হলে আমার মনে হয় আমার কাছে , নববর্ষের রান্না যেন কমপ্লিট হল না । এতোই সুস্বাদু একটি রান্না । এক থালা ভাত খেয়ে নেওয়া যায় । তোমরাও করে দেখতে পারো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
6 সারভিংস
  1. 2 কাপমোচা
  2. 1টেবিল চামচ সাদা সর্ষে
  3. 1/4টেবিল চামচ চিনি
  4. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. 4- 5 টা কাঁচালঙ্কা
  6. 2টো শুকনো লঙ্কা
  7. 1টেবিল চামচ নারকেল গুঁড়ো
  8. 4টেবিল চামচ সর্ষের তেল
  9. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে ।

  2. 2

    মিক্সি তে কাঁচালঙ্কা ও মোচা পেস্ট করে নিতে হবে ।

  3. 3

    কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা দিতে হবে ।

  4. 4

    শুকনো লঙ্কা ভাজা হলে পেস্ট করা মোচা দিতে হবে ।

  5. 5

    অনবরত নাড়তে হবে মিডিয়াম লো ফ্লেমে । স্বাদ মতো নুন ও মিষ্টি দিতে হবে । হলুদ গুঁড়ো দিতে হবে।

  6. 6

    সাদা সর্ষে বাটা দিতে হবে ।

  7. 7

    নারকেল গুঁড়ো দিতে হবে ।

  8. 8

    ভালো করে মিশিয়ে নাড়তে নাড়তে কড়াই থেকে আলগা হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  9. 9

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes