এগ স্প্রিং রোল (Egg Spring Roll recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

এগ স্প্রিং রোল (Egg Spring Roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬জনের জন্য
  1. ২ কাপ ময়দা
  2. ৬টি ডিম
  3. ৬চা চামচ সাদা তেল
  4. ১টি বড়ো পেঁয়াজ
  5. ১চা চামচ ভাঁজা জিরে ও ধনে গুরো
  6. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ চাট মসলা
  8. ১চা চামচ চিনি
  9. ১চা চামচ বেকিং সোডা
  10. পরিমাণমতোভাজবার জন্য সাদা তেল
  11. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ডিম গুলো ফেটিয়ে নিতে হবে ও তার মধ্যে নুন, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিতে হবে ও ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে আবার। এবারে একটি পাত্রে তেল দিয়ে তাতে ফ্যাটানো ডিম গুলো দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে।

  2. 2

    এবারে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে সাদা তেল, নুন, চাট মসলা, লঙ্কা গুরো, ভাজা জিরে ও ধনে গুরো, চিনি, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ও ভালো করে মেখে নিতে হবে ও তার থেকে লেচি কেটে মাঝারি মাপের গোলা তৈরি করে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes