চিংড়ি ভাপা (chingri bhaapa recipe in Bengali)

Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata

#ebook2

চিংড়ী মাছের সব রেসিপি গুলির মধ্যে এটি সবচেয়ে চটজলদি সুস্বাদু রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি আগমন ঘটলে খুব কম সময়ে ও একদম সামান্য কিছু উপাদান দিয়ে এই পদটি বানিয়ে নেওয়া যায়।

চিংড়ি ভাপা (chingri bhaapa recipe in Bengali)

#ebook2

চিংড়ী মাছের সব রেসিপি গুলির মধ্যে এটি সবচেয়ে চটজলদি সুস্বাদু রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি আগমন ঘটলে খুব কম সময়ে ও একদম সামান্য কিছু উপাদান দিয়ে এই পদটি বানিয়ে নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৫০০গ্রাম মাঝারি আকারেরচিংড়ি মাছ
  2. ১/২ কাপ কালো সর্ষে
  3. ১/৪ কাপ পোস্ত
  4. ৬ টি কাঁচালঙ্কা
  5. ২ চা চামচ নুন
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল
  8. ১ টেবিল চামচ নারকোল কোরা বা নারকেলের দুধ

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিংড়ী মাছে নুন ও হলুদ মাখিয়ে রেখে, আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত ও ২টি কাচালঙ্কা একসাথে করে একটি পেষ্ট বানাতে হবে।

  2. 2

    এবার একটি টিফিনবাক্সে চিংড়ির সাথে সর্ষে পোস্ত মিশ্রণ,নুন,সামান্য নারকেল কোরা বা নারকেলের দুধ ভালো করে মিশিয়ে ওপর থেকে চারটি চেরা কাঁচালঙ্কা ও ২ টেবিল চামচ কাচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে।

  3. 3

    এবার একটি কড়াই বা সসপ্যানে জল গরম করে তাতে একটি কুলিং ষ্ট্যন্ড বসিয়ে তার ওপর টিফিনবাক্স টি রেখে ঢাকা বন্ধ করে ১২-১৫ মিনিট মিডিয়াম হাই আঁচে ভাপিয়ে নিতে হবে।

  4. 4

    একটু ঠান্ডা হলে টিফিনবাক্সের ঢাকা খুলে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে, গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata
follow me on instagram @globaldesieats
আরও পড়ুন

Similar Recipes