পেশোয়ারি মাটন পোলাও (Peshawari mutton pulav recipe in Bengali)

Richa Das Pal
Richa Das Pal @Richa
Malbazar

#ebook2
#জামাইষষ্ঠী
জামাইষষ্ঠী তে এরকম সুস্বাদু মাটন পোলাও বিরিয়ানী কেও হার মানাবে।

পেশোয়ারি মাটন পোলাও (Peshawari mutton pulav recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
জামাইষষ্ঠী তে এরকম সুস্বাদু মাটন পোলাও বিরিয়ানী কেও হার মানাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.২০মিনিট
৪ জন
  1. ৫০০ গ্ৰামমাটন
  2. ৪ টি পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১ টি মাঝারি সাইজের টমেটো বাটা
  6. ২ কাপ পোলাও এর চাল বড় কাপের
  7. ১-২ চা চামচটকদই
  8. পরিমাণমতোলবণ ও চিনি
  9. ২ চা চামচ ঘি
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষে তেল
  11. প্রয়োজন অনুযায়ীড্রাই ফ্রুট
  12. পোলাও মশলা পেস্ট(একসাথে পেস্ট করে নেওয়া)
  13. ১ চা চামচ গোটা জিরে
  14. ১ চা চামচ গোটা ধনে
  15. ১ টি বড় এলাচ
  16. ১ টি জয়িত্রি
  17. প্রয়োজন অনুযায়ীজায়ফল গুঁড়ো
  18. ১ ইঞ্চি দাড়চিনি
  19. ৩-৪টে লবঙ্গ
  20. ৪-৫টে ছোটো এলাচ
  21. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১.২০মিনিট
  1. 1

    প্রথমে পোলাও এর চাল কে ভালো করে ধুয়ে ১ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে।১ ঘন্টা পর জল ঝড়িয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর মাংস গুলো কে টকদই, আদাবাটা, রসুন বাটা,লবণ, সামান্য চিনি, টমেটো বাটা, সর্ষে তেল ও পোলাও মশলা পেস্ট দিয়ে ভালো করে মেখে আধঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    এরপর প্যানে তেল গরম করে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ গুলো কে ভালো করে ভেজে বেরেস্তা করে নিতে হবে।

  4. 4

    এরপরে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংস গুলো কে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষন না তেল ছেড়ে আসছে।

  5. 5

    মাংস গুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমান মত গরম জল দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে।

  6. 6

    মাংস সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে জল ঝরানো পোলাও এর চাল দিয়ে ভালো করে নাড়িয়ে উপর থেকে ঘি এবং ড্রাই ফ্রুটস কুচি দিয়ে মাঝারি আঁচে দমে রান্না করতে হবে।

  7. 7

    চাল ভালোমতো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Richa Das Pal
Malbazar
Pharmacist and Admin at facebook page - kitchen diary by Richa..Love to cook and love to eat...😋😋
আরও পড়ুন

Similar Recipes