ভাপা ইলিশ (bhapa ilish recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
জামাইষষ্ঠীতে যতই বিভিন্ন পদ রান্না করা হোক না কেন ইলিশের কোন একটা পদ না হলে যেন শ্বশুর মহাশয়ের বাজার করে সাধ মেটে না, শাশুড়ি মায়ের রান্না করে মন ভরে না আর জামাই বাবাজির খেয়ে তৃপ্তি হয় না।
তাই খাইয়ে ও খেয়ে তৃপ্তি পেতে হলে ইলিশ ভাপা খাদ্য তালিকায় রাখতেই হবে ।

ভাপা ইলিশ (bhapa ilish recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠীতে যতই বিভিন্ন পদ রান্না করা হোক না কেন ইলিশের কোন একটা পদ না হলে যেন শ্বশুর মহাশয়ের বাজার করে সাধ মেটে না, শাশুড়ি মায়ের রান্না করে মন ভরে না আর জামাই বাবাজির খেয়ে তৃপ্তি হয় না।
তাই খাইয়ে ও খেয়ে তৃপ্তি পেতে হলে ইলিশ ভাপা খাদ্য তালিকায় রাখতেই হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4 সারভিংস
  1. 4 পিসইলিশ মাছ
  2. 2টেবিল চামচ কালো সরষে বাটা
  3. 2টেবিল চামচ সাদা সরষে বাটা
  4. 4 টিকাঁচা লঙ্কা বাটা
  5. 2 টিকাঁচা লঙ্কা
  6. 2টেবিল চামচ টকদই
  7. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  8. 2 টিচামচ সরষের তেল
  9. স্বাদ মতো নুন
  10. প্রয়োজন অনুযায়ী জল
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি (অপশনাল)

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে ।

  2. 2

    একটা পাত্রে (টিফিন কৌটো) সাদা সরষে, কালো সরষে ও কাঁচা লঙ্কা বাটা, টকদই, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার মাছের পিসগুলো ওই পেস্টে 10মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে ।

  4. 4

    ম্যারিনেশনের পর কাঁচা লঙ্কা চিরে, সরষের তেল ছড়িয়ে, ধনেপাতা কুচি দিয়ে টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে দিতে হবে ।

  5. 5

    কড়াইতে জল দিয়ে একটা স্যান্ড বসিয়ে কৌটোটা রেখে ঢাকা দিয়ে 20মিনিট মতো ভাপে রান্না করতে হবে ।

  6. 6

    তারপর কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে কৌটো খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

মন্তব্যগুলি (5)

Similar Recipes