মাটন ডাকবাংলো আর পনির বাটার মসলা (mutton Dak bunglow Paneer Butter Masala recipe in Bengali)

Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

মাটন ডাকবাংলো আর পনির বাটার মসলা (mutton Dak bunglow Paneer Butter Masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. মাটন ডাকবাংলো
  2. 250 গ্রামমাটন
  3. 1টেবিল চামচ রসুনবাটা
  4. 1টেবিল চামচ আদাবাটা
  5. 1টেবিল চামচ পেঁয়াজবাটা
  6. 1টেবিল চামচ টকদই
  7. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  8. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  9. পরিমাণমতো সর্ষের তেল
  10. 1 টিপেঁয়াজকুচি
  11. 1 টিডিমসেদ্ধ
  12. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  13. 1 চা চামচধনেগুঁড়ো
  14. 1 চা চামচগরম মসলাগুঁড়ো
  15. 1 টিটমেটোবাটা
  16. 1 টুকরোজায়ফল
  17. 1টুকরো জৈত্রি
  18. প্রয়োজন মতগোটা গরম মসলা
  19. পনির বাটার মসলা
  20. 200 গ্রামপনির
  21. 50 গ্রামকাজু
  22. 1 টিটমেটো
  23. 1 টিপেঁয়াজকুচি
  24. 5-6 কোয়ারসুন
  25. 1 ইঞ্চিআদা
  26. 8-10টেবিল চামচ ফ্রেশক্রিম
  27. 1 চা চামচকাসুরি মেথি
  28. 1/2 চা চামচগরমমসলা গুঁড়ো
  29. 50 গ্রামবাটার
  30. স্বাদমত নুন ও চিনি
  31. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাটনটা তে টকদই,নুন,অল্প হলুদগুঁড়ো,আদা-রসুন বাটা 1টেবিল চামচ,পেঁয়াজবাটা 1/2টেবিল চামচ দিয়ে মাখিয়ে 4-5ঘন্টা ম্যারিনেট করতে হবে

  2. 2

    এবারে কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে তারপর ওই তেলেই ম্যারিনেট করা মাটনটা দিয়ে অনেকক্ষন ধরে কম আঁচে কষতে হবে

  3. 3

    তারপর একটা বাটিতে হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,ধনেগুঁড়ো,একটু নুন ও অল্প জল দিয়ে গুলে নিতে হবে

  4. 4

    এবারে প্রেসার কুকারে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে কিছুটা চিনি দিয়ে দিতে হবে যখন চিনি গলে লালচে হতে শুরু করবে তখন জায়ফল,জৈত্রি,গোটা গরমমসলা ফোড়ন দিতে হবে ফোড়ন ভাজা হলে বাকি পেঁয়াজবাটা,আদা ও রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষন কষে তাতে টমেটোবাটা ও গুলে রাখা মসলা দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে 10মিনিট কষতে হবে

  5. 5

    তারপর তাতে মাংসটা দিয়ে আবারো একটু করে কষে আবার আলতো করে ঢাকা দিয়ে এভাবে 25-30মিনিট রান্না করতে হবে

  6. 6

    তারপর 1বাটি গরম জল দিয়ে মাঝারি আঁচে 4-5টি হুইসেল পড়লে গ্যাস অফ করে কুকারের সিটি ছাড়লে ঢাকা খুলে ওপর থেকে গরমমসলা গুঁড়ো ছড়িয়ে,ভেজে রাখা বেরেস্তা ও সেদ্ধ ডিমটা দিয়ে মিশিয়ে আবার 10মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিতে হবে

  7. 7

    প্রথমে 2টেবিল চামচ বাটার গরম করে পনিরগুলো কিউব করে কেটে হালকা ভেজে তুলতে হবে

  8. 8

    এবারে ওই বাটারেই পেঁয়াজ,রসুন ও আদা দিয়ে বেশ কিছুক্ষন নেড়ে তাতে কাজু দিয়ে আরো 5মিনিট ভেজে তাতে টমেটো দিয়ে ও পরিমাণমতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে পুরোটা মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিতে হবে

  9. 9

    তারপর কড়াইতে ওই পুরো মিশ্রণটা দিয়ে ও সামান্য জল দিয়ে কম আঁচে কষতে হবে তারপর যখন একটু ফুটে উঠবে তখন তাতে কাসুরি মেথি ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে মিশিয়ে ওপর থেকে গরমমসলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিতে হবে

  10. 10

    তারপর ওপর থেকে আরো একটু বাটার ও ফ্রেশক্রিম ছড়িয়ে গ্যাস অফ করে 5মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samhita Gupta
Samhita Gupta @cook_15453458

Similar Recipes