চাল কপি (Cauliflower with gobindobhog rice)

Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_25664985

#চাল
আজ যে রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা আমার দিদার থেকে শেখা। সেই অর্থে এটি একটি ট্র‍্যাডিশানাল রেসিপি। খুব অল্প উপাদানে অতি সহজেইএই রান্নাটি তৈরি করা যায়।

চাল কপি (Cauliflower with gobindobhog rice)

#চাল
আজ যে রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা আমার দিদার থেকে শেখা। সেই অর্থে এটি একটি ট্র‍্যাডিশানাল রেসিপি। খুব অল্প উপাদানে অতি সহজেইএই রান্নাটি তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জন
  1. ১ টা ফুলকপি মাঝারি সাইজের (মিডিয়াম সাইজে কাটা)
  2. ৩টে মাঝারি সাইজের আলু ডুমো করে কাটা
  3. ১/২ কাপ গোবিন্দভোগ চাল (ধুয়ে ভিজিয়ে রাখা)
  4. ২টো টমেটো পেস্ট করা
  5. প্রয়োজন মতোগোটা গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ)
  6. ২টো তেজপাতা
  7. ১ চা চামচ গোটা জিরে
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ চা চামচ ঘি
  10. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. ১ টেবিল চামচ চিনি
  13. পরিমাণমতোসাজানোর জন্য ধনেপাতা কুচি
  14. ২ টো চেরা কাঁচালংকা
  15. ১ কাপ সর্ষের তেল
  16. ১ কাপ মটরশুঁটি
  17. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  18. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১ চা চামচ জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ১০ মিনিট কাটা ফুলকপি গুলোকে গরম জলে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে ডুমো করে কাটা আলু গুলো এবং ভাপানো কপি গুলো সোনালী করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ঐ তেলেই ফোড়ন দিতে হবে গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাত।

  4. 4

    সুগন্ধ বেরোলে ওর মধ্যে দিতে হবে আদা বাটা

  5. 5

    আদা বাটার কাচা গন্ধ চলে গেলে এর সাথে মেশাতে হবে টমেটো বাটা। সবশুদ্ধ একসাথে নাড়াতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে।

  6. 6

    এবার ওর মধ্যে দিতে হবে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল।

  7. 7

    চালটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াতে হবে।

  8. 8

    এরপর গ্যাস একদম লো করে এর মধ্যে মেশাতে হবে গুঁড়ো মশলা (হলুদ, জিরে, লংক)

  9. 9

    এরপর ১/২ কাপ জল দিয়ে পুরো মশলা সহ মিশ্রণটা ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে।

  10. 10

    ভালো করে মশলা মিশে গেলে ওর মধ্যে দিতে হবে ভেজে রাখা আলু আর কপি এবং পরিমাণ মতো জল।

  11. 11

    ঢাকা দিয়ে রান্না করতে হবে ১০ মিনিট।

  12. 12

    ১০ মিনিট পরে জল অল্প শুকিয়ে গ্রেভীর মতো হলে ওর মধ্যে দিতে হবে ঘি, গরম মশলা গুঁড়ো আর অল্প ধনেপাতা।

  13. 13

    এবার সবকিছু একসাথে মিশিয়ে গ্যাস বন্ধ করে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হব।

  14. 14

    ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই চাল ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_25664985

মন্তব্যগুলি (4)

Similar Recipes