চালের ন্যাচস (chaler nachos recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

চালের ন্যাচস (chaler nachos recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. ন্যাচস এর জন্য
  2. 1.5 কাপ চালের আটা
  3. 1 টাপেঁয়াজ (কুচানো)
  4. 6 কোয়ারসুন
  5. 1/2 চা চামচজিরে
  6. 1 কাপজল
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য
  8. ন্যাচস মসলা
  9. 2টেবিল চামচ ম্যাগি মশলা
  10. 1/2 চা চামচলাল লঙ্কা পাউডার
  11. 1/2 চা চামচচাট মশলা
  12. স্বাদ মতোনুন
  13. ন্যাচস ড্রেসিং
  14. 1 টাপেঁয়াজ মাঝারি কুচানো
  15. 1 টাটমেটো মাঝারি কুচানো
  16. 1 চা চামচরসুন বাটা
  17. 1/2লেবুর রস
  18. 1/2 চা চামচমরিচ
  19. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  20. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পেঁয়াজ, রসুন ও জিরা ভাল করে এক সঙ্গে বেটে নিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা প্যান এ মাঝারি আঁচে 1 কাপ জলে নুন ও তেল দিয়ে ফুটতে দিতে হবে। এতে এবার 1 আর 1/2 কাপ চালের আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যান ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করতে হবে। এবার আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার উষ্ণ গরম মিশ্রণটি নিয়ে হাথের তালুতে তেল মাখিয়ে রুটির সাইজের লেচি কেটে নিতে হবে।

  3. 3

    লেচি করে রুটির মতো একটু মোটা বেলে নিতে হবে। পাশ থেকে কেটে ত্রিকোনা আকারে কেটে নিতে হবে। এবার এই টুকরো গুলো কাঁটা দিয়ে ফুটো ফুটো দাগ করে নিতে হবে।

  4. 4

    এবার কড়াতে তেল দিয়ে ভালো করে গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলেই আঁচ মাঝারি করে ত্রিকোণ টুকরোগুলো ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে ন্যাচস মসলা ছড়িয়ে পরিবেশন করতে হবে ড্রেসিং এর সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes