আদা জিরে দিয়ে কাতলা মাছ (ada jire diye katla mach recipe in Bengali)

Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

#মাছের রেসিপি
গরমের সময় আদা জিরা দিয়ে কাতলা মাছের এই সহজ রেসিপিটি ভাতের সাথে খুবই উপাদেয় লাগবে।

আদা জিরে দিয়ে কাতলা মাছ (ada jire diye katla mach recipe in Bengali)

#মাছের রেসিপি
গরমের সময় আদা জিরা দিয়ে কাতলা মাছের এই সহজ রেসিপিটি ভাতের সাথে খুবই উপাদেয় লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৩ টুকরোকাতলা মাছ
  2. ১/২ চা চামচগোটা জিরে
  3. ১ টেবিল চামচ টমেটো পিউরি
  4. ১/২ চা চামচ আদা বাটা
  5. ২ টি কাঁচা লঙ্কা
  6. স্বাদমতোনুন
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  8. স্বাদমতোলঙ্কার গুঁড়ো
  9. ১ চা চামচরোস্টেড জিরে বাটা
  10. প্রয়োজন অনুযায়ীসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কাতলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোঁড়ন দিয়ে আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে তারপর টমেটো পিউরি কাঁচা লঙ্কা দিয়ে আরো বেশ কিছুক্ষন কসাতে হবে। হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো, রোস্ট করা জিরে বাটা, নুন সামান্য জল দিয়ে মসলা টা ভাজতে হবে ভালো করে ।মসলার গন্ধ চলে গেলে এক কাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে ফুটতে দিতে হবে।

  3. 3

    ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে কিছুক্ষণ ঢাকার দিয়ে রাখতে হবে মিডিয়াম আছে। চেরা কাঁচালঙ্কা গুলো দিয়ে দেবো।

  4. 4

    মাছগুলো নরম হয়ে গেলে ঢাকা খুলে ইচ্ছেমতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

Similar Recipes