মশলা আলু ভাজা (Masala alu vaja recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#ভাজার রেসিপি
মুচমুচে মশলাদার এই আলুভাজা ডালের সাথে যেমন ভালো লাগে তেমনি চায়ের সাথে ও খুব ভালো লাগে।

মশলা আলু ভাজা (Masala alu vaja recipe in Bengali)

#ভাজার রেসিপি
মুচমুচে মশলাদার এই আলুভাজা ডালের সাথে যেমন ভালো লাগে তেমনি চায়ের সাথে ও খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫টা মাঝারি সাইজের আলু
  2. ৫টা কাঁচা লঙ্কা (ইচ্ছে করলে বেশি দেয়া যাবে)
  3. ৮-১০কোয়া রসুন
  4. ৪টেবিল চামচ চালের গুঁড়ো
  5. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ মতন লবণ
  7. পরিমান মত তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলুর খোসা ছাড়িয়ে একটু মোটা করে আঙুলের মতোলম্বা টুকরো করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে ৪-৫মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখতে হবে। রসুন ও কাঁচা লঙ্কা বেটে নিতে হবে।

  2. 2

    এবার রসুন বাটা, চালের গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে আলু মাখিয়ে ১০মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প অল্প করে মশলা মাখানো আলু দিয়ে মাঝারি আঁচে বেশ লাল ও মুচমুচে করে আলু ভেজে তুলে নিতে হবে। ইচ্ছে মতো পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Nath

Similar Recipes