থোড় পেঁপের ঘন্ট(thor penper ghonto recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
ঘন্ট মাত্রেই দারুণ খেতে;আর তা যদি হয় থোড় ও পেঁপে দিয়ে তৈরি, তবে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।দুপুরের পাতে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে।এ হেন ডিশ শাশুড়ি মা তার জামাই এর জন্য রাখবেই কখনোই মিস করবে না।

থোড় পেঁপের ঘন্ট(thor penper ghonto recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
ঘন্ট মাত্রেই দারুণ খেতে;আর তা যদি হয় থোড় ও পেঁপে দিয়ে তৈরি, তবে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।দুপুরের পাতে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে।এ হেন ডিশ শাশুড়ি মা তার জামাই এর জন্য রাখবেই কখনোই মিস করবে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪-৫জন
  1. ১টি থোড়ের খন্ড(বাজারে যেভাবে বিক্রি হয়)
  2. ১টি মাঝারি পেঁপে
  3. ১৫০গ্রাম মটর ডাল
  4. ৪টি কাঁচালঙ্কা(২+২)
  5. ১/২চা চামচ পাঁচফোড়ন
  6. ১টি শুকনো লঙ্কা
  7. ২টি তেজপাতা ছিঁড়ে
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. ১/২চা চামচ চিনি
  11. ১/২চা চামচ আদা বাটা
  12. ৬ চা চামচসর্ষের তেল(২+৩+১)দিয়ে রান্না হবে

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    থোর ও পেঁপের পরিমান সমান সমান নিতে হবে।কেটে নিতে হবে নীচের ছবির মতোই।

  2. 2

    ঘন্টা খানেক আগে ভেজানো মটরডাল মিক্সিতে বেটে নিতে হবে একটু জল, দুটো কাঁচালঙ্কা ও সামান্য নুন দিয়ে।একটা স্মুদ পেস্ট তৈরি হবে ডালের।এবারে কড়াইতে দু পলা তেল ছড়িয়ে এই ডাল বাটা একটু ফেটিয়ে নিয়ে তেলের উপর ছড়িয়ে দিতে হবে চাপড়ির আকারে কিন্তু একটু মোটা করে।এ পিঠ-ও পিঠ করে ভেজে নিতে হবে দুই ধার।লো টু মিডিয়াম ফ্লেমে এই ভাজা হবে।

  3. 3

    এবারে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে বাকি রান্নাটা করতে হবে।পাঁচফোড়ন-শুকনোলঙ্কা-তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে ও থোর ছেড়ে দিতে হবে।দু মিনিট মতো ফুল ফ্লেমে ভেজে নিয়ে আঁচ কমিয়ে,নুন-হলুদ ও দুটো কাঁচালঙ্কা ফেঁড়ে এর মধ্যে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে ঢাকা দিয়ে চেপে।

  4. 4

    সেদ্ধ প্রায় হয়ে এলে মিশিয়ে দিতে হবে আদা বাটা।একটু পরে চিনি দিয়ে গ্যাসের পাওয়ার বাড়িয়ে শুকিয়ে নিতে হবে তরকারি।ঠিক তখনই ডালের চাপড়ি ভেঙে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব তরকারির মধ্যে।

  5. 5

    খুব তাড়াতাড়ি জল শুকিয়ে থোর-পেঁপের ঘন্ট আমাদের প্রস্তুত হয়ে যাবে।নামানোর আগে এক পলা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে।তেল মিশিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিলেই আমাদের ঘন্ট রেডি ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes