অপূর্ব স্বাদের মুচমুচে বেগুন ভাজা (Begun bhaja recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#স্মলবাইটস
একটু অন্যরকম স্বাদের এই বেগুন ভাজা আমি করেছি ।এটি যেমন সন্ধ্যেবেলায় চায়ের সাথে ও মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। আবার ডালের সাথে ও খিচুড়ির সাথে ও খুবই ভালো লাগে।

অপূর্ব স্বাদের মুচমুচে বেগুন ভাজা (Begun bhaja recipe in Bengali)

#স্মলবাইটস
একটু অন্যরকম স্বাদের এই বেগুন ভাজা আমি করেছি ।এটি যেমন সন্ধ্যেবেলায় চায়ের সাথে ও মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। আবার ডালের সাথে ও খিচুড়ির সাথে ও খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫জন
  1. ৩টে মাঝারি সাইজের বেগুন
  2. ১ কাপ ময়দা
  3. ২ চা চামচ গোটা পোস্ত
  4. ২ চা চামচ কালো জিরে
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১.৫ চা চামচ লঙ্কাগুঁড়ো
  7. ৭-৮ চা চামচ সুজি
  8. স্বাদমতোলবণ
  9. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বেগুন চাকা চাকা করে কেটে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে কাটা চামচ দিয়ে বেগুন এর গায়ে ছিদ্র করে লবণ, হলুদ আর সামান্য চিনি মাখিয়ে১০ মিনিট রাখতে হবে।

  2. 2

    ময়দা, সুজি,পোস্ত,কালোজিরে,হলুদ,লঙ্কাগুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে

  3. 3

    এরপর সাদা তেল ভালো গরম হলে বেগুনের পিস ব্যাটারে ডুবিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ৫-৭থেকে মিনিট এপিট ওপিট করে ভেজে নিতে হবে।

  4. 4

    এইভাবে সবকটা বেগুন ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করতে হবে ভাত, খিচুরি,চা বা মুড়ির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

মন্তব্যগুলি

Similar Recipes