পনির আলুর ঝোল (paneer alur jhol recipe in bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#দৈনন্দিন রেসিপি আজ তো শনিবার আমাদের নিরামিষ আর এই নিরামিষ দিনে খুব হালকা করে বানানো পনির আলুর ঝোল ।

পনির আলুর ঝোল (paneer alur jhol recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি আজ তো শনিবার আমাদের নিরামিষ আর এই নিরামিষ দিনে খুব হালকা করে বানানো পনির আলুর ঝোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4জন
  1. 200 গ্রামপনির
  2. 2 টোআলু
  3. 1 টাটমেটো
  4. 1/4 চা চামচগোটা জিরে
  5. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচআদা বাটা
  8. 1/2 চা চামচকাশ্মীরি রেড চিলি পাউডার
  9. 1 চা চামচনুন
  10. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1/4 চা চামচঘি
  12. 3 টেবল চামচসরষের তেল
  13. 1 টাতেজপাতা
  14. 2 টোকাঁচা লংকা
  15. 1/4 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    পনির টাকে ছোট টুকরো করে কেটে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে হালকা করে ভেজে নিন । এবার ওই তেলেই প্রথমে গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিয়ে তেজপাতা ফোঁড়ন দিন ।

  2. 2

    এরপর টুকরো করে কেটে রাখা আলু ছেড়ে দিয়ে ভাজতে থাকুন । আলুগুলো একটু ভাজা হলে কাঁচা লংকা টমেটো কুঁচি দিয়ে আবার রান্না করুন । এবার এতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে 1মিনিট রান্না হতে দিন । এবার আদা বাটা নুন আর চিনি দিয়ে আবার রান্না করুন । মশলা থেকে তেল ছাড়লে সামান্য গরম জল দিয়ে আবার একটু নেড়ে নিয়ে রান্না করুন । এবার পুরো মশলা টা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিন । এবার ঝোল টা ঢাকা দিয়ে ফুটতে দিন ।

  3. 3

    ঝোলটা ফুটে এলে ভেজে রাখা পনির গুলো ছেড়ে দিন । একটু পরে ঘি দিয়ে 1মিনিট রান্না করুন । হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিন । ভাতের সাথে এই হালকা পনির আলুর ঝোল খুবই ভালো লাগবে খেতে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes