ধাবা পনির (  dhaba paneer recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#নিরামিষ
আমি নিরামিষ টমেটো পনির বানিয়েছি । ধাবা পনির ও ছোট বেলার স্বাদ একটু এদিক ওদিক করে ।

ধাবা পনির (  dhaba paneer recipe in bengali)

#নিরামিষ
আমি নিরামিষ টমেটো পনির বানিয়েছি । ধাবা পনির ও ছোট বেলার স্বাদ একটু এদিক ওদিক করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35-40 মিনিট
5 -6 জনের জন্য
  1. 300 গ্রামপনির টুকরো করে নেওয়া
  2. 3 টেবড় টমেটো টুকরো করা
  3. 1/3 কাপকড়াই শুটি
  4. 15-16 টাকাজু বাদাম
  5. গোটা গরম মশলা
  6. 4+3+1+2 টোএলাচ, লবঙ্গ, দারচিনি, ও তেজপাতা
  7. 1/5 চা চামচহিং
  8. 1/3 চা চামচগোটা জিরে।
  9. 1.5 চা চামচআদাবাটা
  10. 2 টাকাঁচা লঙ্কা
  11. 1/2 চা চামচহালুদগুঁড়ো
  12. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  14. 1 চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  15. 1টেবিল চামচ কসুরি মেথি
  16. 1/3 কাপক্রিম
  17. 1 চা চামচ/ স্বাদ মতো চিনি
  18. 4টেবিল চামচ তেল
  19. 1টেবিল চামচ ঘি
  20. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

35-40 মিনিট
  1. 1

    কড়াই গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে, গরম হলে গোটা গরম মসলা দিয়েছি । একটু নেড়েচেড়ে টমেটো কুঁচি ও কাজুবাদাম দিয়েছি সামান্য নুন দিয়েছি । টোমেটি নরম ও জল প্রায় শুকিয়ে এলে গ্যাস বন্ধ করেছি । ঠান্ডা হলে দুটো কাঁচালঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ।

  2. 2

    টোমেটি পেস্ট করার আগে গরম মশলা তুলে ফেলেছি । আবারো কড়াই তে তেল ও ঘি একসাথে গরম হতে দিয়েছি । পনিরের টুকরো লো ফ্লেমে দু দিক সামান্য ভেজে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি।

  3. 3

    বাকি তেলে জিরে ও হিং ফোরণ দিয়েছি গ্যাস অফ করে আদাবাটা, হালুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য নুন দিয়েছি একটু নেড়ে নিয়ে গ্যাস অন করেছি, 1 টেবিল চামচ জল দিয়ে 1 মিনিট সাতলেছি লো ফ্লেমে ।

  4. 4

    এবার টমেটোর পেস্ট দিয়েছি, 10-12 মিনিট লো ফ্লেমে তেল ছেড়ে দেয়া পর্যন্ত রান্না করেছি । গরম মশলা, ও কসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি ।এবার পনির ও কড়াই শুটি দিয়ে, 1.5 কাপ গরম জল দিয়েছি । চিনি ও স্বাদ মতো নুন দিয়েছি ।

  5. 5

    3 -4 মিনিট রান্না হতে দিয়েছি। হয়ে এলে ক্রীম মিশিয়ে ঢাকা দিয়ে রেখে ছি ।

  6. 6

    তৈরি নিরামিষ পনির এখানে বাটার দেওয়া যায়, আমি ঘি দিয়েছি, তাই বাটার দেই নাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি (5)

Similar Recipes