চিংড়ি আলুর তরকারি (chingri alur torkari recipe in bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#দৈনন্দিন রেসিপি

চিংড়ি আলুর তরকারি (chingri alur torkari recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
  1. ৪০০ গ্রাম চিংড়ি মাছ
  2. ৩ টে মাঝারি সাইজের আলু ছোট ছোট চৌকো করে কাটা
  3. ১/২ চা চামচ আদা বাটা
  4. ১/২ চা চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  6. ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  7. ১ টা ছোট টমেটো কুচি
  8. ৪ টে চেরা কাঁচা লঙ্কা
  9. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ১ টা তেজপাতা
  14. ২ টো এলাচ
  15. ১/২ ইঞ্চিদারুচিনি
  16. ১/২ চা চামচ গোটা জিরা
  17. স্বাদ অনুযায়ীলবণ
  18. স্বাদমতোচিনি
  19. পরিমাণ মতসরর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    মাছ ধুয়ে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১৫ মিনিট।

  2. 2

    আলু লাল করে ভেজে তুলে নেব।

  3. 3

    ওই তেলে গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। তার পর মসলা মাখিয়ে রাখা মাছ টা দিয়ে দেব।

  4. 4

    এবার ঢাকা দিয়ে রান্না করব মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা।

  5. 5

    যখন মসলা তেল ছেড়ে দেবে আর কাঁচা গন্ধ চলে যাবে তখন আলু দিয়ে একটু কসিয়ে নেব। তার পর পরিমাণ মত গরম জল গেলে দেব। দিয়ে দেব লবণ আর চিনি।

  6. 6

    একটু ফুটিয়ে নেব আর গরম মসলা ছড়িয়ে নামিয়ে নেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes