এগ বল মালাইকারি (Egg Ball Malaikari recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

#ডিম
#Raiganjfoodies
একটু অন্যরকমভাবে ডিমের এই রেসিপিটি চেষ্টা করলাম। ভীষণই সুস্বাদু হয়েছে এই এগ বল মালাইকারি।

এগ বল মালাইকারি (Egg Ball Malaikari recipe in Bengali)

#ডিম
#Raiganjfoodies
একটু অন্যরকমভাবে ডিমের এই রেসিপিটি চেষ্টা করলাম। ভীষণই সুস্বাদু হয়েছে এই এগ বল মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জন
  1. ৫ টিডিম
  2. ৩ টে মাঝারিপেঁয়াজ
  3. ২ টুকরোআদা
  4. ৫টিরসুন কোয়া
  5. ১২টিকাজু
  6. ৪টিকাঁচালঙ্কা
  7. ৩ টেবিল চামচক্যাপসিকাম কুচি
  8. ১/২ কাপগাজরকুচি
  9. ২টিটমেটোকুচি
  10. ২ টেবিল চামচধনেপাতাকুচি
  11. পরিমাণ মতোসর্ষের তেল
  12. ১/২ চা চামচহলুদগুঁড়ো
  13. ১ কাপনারকেলের দুধ
  14. স্বাদ মতনুন
  15. ১/২ চা চামচগোলমরিচগুঁড়ো
  16. ২ টিলবঙ্গ
  17. ৩ টিছোট এলাচ
  18. ১ ইঞ্চিদারচিনি
  19. ১/২ চা চামচগোটা জিরে
  20. ১/২ চা চামচগরমমশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে ১টা পেঁয়াজ, ক্যাপসিকাম,২ টো কাঁচালঙ্কা আর গাজরকে কুচি কুচি করে কেটে নিতে হবে।তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওগুলোকে কড়াইতে দিতে হবে। আর দিতে হবে সামান্য নুন। ৩/৪ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে একটা পাত্রে ভেজে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরের সাথে ডিমগুলো ফাটিয়ে দিতে হবে। আর দিতে হবে টমেটোকুচি, ধনেপাতাকুচি আর সামান্য হলুদগুঁড়ো। এবারে সব একসাথে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবারে গ্যাসে প্যানকেক ফ্রাইপ্যান বসিয়ে তাতে তেল দিয়ে তার এক একটাতে ফেটানো ডিম থেকে অল্প অল্প দিয়ে এপিঠ ওপিঠ ভেজে বলের মতো বানিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে গোটা গরমমসলা আর ১/২ চা চামচ গোটাজিরে ফোড়ন দিতে হবে।একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা আর কাজুবাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে মিনিট ২/৩ এক কষিয়ে তাতে নুন দিতে হবে। তারপর সামান্য জল দিয়ে ১ মিনিট কষিয়ে নিতে হবে।

  5. 5

    ১ মিনিট একটু কষিয়ে তাতে নারকেলের দুধটা ঢেলে দিতে হবে। আবার ২ মিনিট নারকেলের দুধের সাথে মসলা ভালো করে কষিয়ে তাতে ডিমের বলগুলো ছেড়ে দিতে হবে। আর দিতে হবে ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো।

  6. 6

    এবারে ডিমের বলগুলোকে মসলার সাথে ২/৩ মিনিট কষিয়ে গরমমসলাগুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes