মখমলি মালাই কোফতা (Makhmali Malai Kofta recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ebook2
সরস্বতী পূজোর নিরামিষ ভোগ বা ওদিন সন্ধ্যায় ছোট গেট টুগেদার এই পদটি খুবই জনপ্রিয়।

মখমলি মালাই কোফতা (Makhmali Malai Kofta recipe in Bengali)

#ebook2
সরস্বতী পূজোর নিরামিষ ভোগ বা ওদিন সন্ধ্যায় ছোট গেট টুগেদার এই পদটি খুবই জনপ্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫জন
  1. ২০০গ্রামপনির
  2. ১ টাসেদ্ধ‌ আলু
  3. ২চা চামচল‌ঙ্কাগুঁড়ো
  4. ২টেবিল চামচভাজা মশলা
  5. ১চা চামচআমচূর পাউডার
  6. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. ২টেবিল চামচধনেপাতা কুচি
  8. ৩টেবিল চামচকর্নফ্লাওয়ার চামচ
  9. স্বাদমতোলবণ ওচিনি
  10. ২ টোএলাচ
  11. ১টুকরোদারচিনি
  12. ২ টোলবঙ্গ
  13. ২টোটমেটো
  14. ২চা চামচআদাবাটা
  15. ১টেবিল চামচকাশ্মিরী ল‌ঙ্কা গুঁড়ো
  16. ৩টেবিল চামচকাজুবাদাম বাটা
  17. ১/২কাপটকদ‌ই
  18. ২টেবিল চামচফ্রেসক্রীম চামচ
  19. ২টেবিল চামচকাজুকিসমিস কুচি
  20. প্রয়োজনমতোসাদাতেল
  21. ১টেবিল চামচদেশী ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    পনীর ও আলু একসাথে ম‍্যাশ করে ওর মধ‍্যে লবণ, ১চা চামচ ল‌ঙ্কাগুঁড়ো, ১.৫ টেবিলচামচ ভাজামশলা, আমচূড় পাউডার, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, ২টেবিলচামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঠেসে একটা শুকনো মন্ড বানাতে হবে।

  2. 2

    এবার ঐ মন্ড থেকে ছোট লেচি কেটে ওর ভিতরে একটু ড্রাইফ্রুটস কুচি দিয়ে সমান ও স্মুদ গোল করতে হবে। কোনো ফাটল বা অসমান না হয় তাহলে কোপ্তা ভাজার সময় ভেঙ্গে যেতে পারে। লেচি গুলো সব গোল করে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে বেশ খানিকটা সাদাতেল মাঝারি গরম করে কোপ্তা গুলো কর্নফ্লাওয়ারে কোট করে ছাঁকা তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ওই কড়াইতে বাড়তি তেল তুলে ২টেবিলচামচ রেখে দিয়ে গোটা গরমমশলা ফোড়ণ দিয়ে আদা বাটা দিয়ে খানিক নেড়ে টমেটো কুচি দিয়ে একটু কষে আঁচ নিভিয়ে একটু ঠান্ডা করে মিক্সারে দিয়ে একদম মিহি পেস্ট বানাতে হবে। কোনো দানা যেন না থাকে।

  5. 5

    কড়াইতে দেশী ঘি গরম করে ওর মধ‍্যে মিশ্রণ টা দিয়ে কষতে হবে। এবার একেএকে সব গুঁড়োমশলা, লবণ, চিনি দিয়ে কষে তেল ছাড়তে শুরু করলে কাজুবাদাম বাটা, টকদ‌ই দিয়ে ভালো করে মিশিয়ে ১কাপ উষ্ণজল দিয়ে ২ - ৩মিনিট অল্প আঁচে রাখতে হবে।

  6. 6

    ফ্রেশক্রিম দিয়ে মিশিয়ে কোপ্তাগুলো দিয়ে ২মিনিট রেখে নামিয়ে কোপ্তা অন্য পাত্রে রেখে গ্রেভি অন্য পাত্রে রাখতে হবে।

  7. 7

    বাটিতে কোপ্তা রেখে উপরে গ্রেভি দিয়ে একটু ফ্রেশক্রিম ছড়িয়ে লুচি/নান/পরোটা/পোলাও এর সাথে পরিবেশন করতে হবে মখমলি মালাই কোফতা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes