পাটিসাপটা (patisapta recipe in bengali)

Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো

পাটিসাপটা (patisapta recipe in bengali)

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পুজো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা ।
৪জন ।
  1. ২কাপ ময়দা
  2. 1 কাপচালের গুঁড়ো
  3. পরিমাণমতো খোয়া ক্ষীর
  4. স্বাদ মতো চিনি ও খুব অল্প নুন
  5. প্রয়োজন মতো দুধ বা জল

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা ।
  1. 1

    প্রথমে খিরকে চিনি দিয়ে ভালো করে মাখতে হবে ।তারপর কড়াইতে মাপ অনুযায়ী দুধ দিয়ে নাড়তে হবে ।নাড়তে নাড়তে খীর ঝরঝরে হয়ে গেছে ।মাথায় রাখবেন কালাকান্দ মিষ্টির মতো হবে ।

  2. 2

    তারপর একটা ছড়ানো পাত্রে ময়দা সুজি ও চালের গুড়ো ওখুব অল্প নুন ও স্বাদ মতো চিনি দিতে হবে ।দুধ ব পরিমাণমতো জল দিয়ে ব্যাটার রেডি করতে হবে ।দেখবেন যেন ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় আবার বেশি ঘন না হয়।

  3. 3

    ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে চামচে দিয়ে ছড়িয়ে দিতে হবে।তারপর গোল হাতায় করে ওই বাটার থেকে তুলে গোল গোল করে দিতে হবে ।তারপর একটু ভাজা হলে মাঝখানে খীরের পুর দিতে হবে ।অমলেট যে ভাবে করে সেইভাবে পাট করতে হবে ।এপিট ওপিট করে ভেজে নিন ।

  4. 4

    একটা রেকাবিতে গুড় দিয়ে পরিবেশন করুন ।পৌষপারবনে দারুণ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

Similar Recipes