পেঁপের চাটনি(peper chatni recipe in bengali)

Priyanka Dutta
Priyanka Dutta @cook_24610957

পেঁপের চাটনি(peper chatni recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
  1. ১ টা ছোটো পেঁপে
  2. ১ কাপ চিনি
  3. ১ চিমটি নুন
  4. ১/৪ চা চামচ সর্ষে
  5. ২ টো শুকনো লঙ্কা
  6. পরিমান মতো জল
  7. ৬- ৭ টা কিসমিস
  8. ৬- ৭ টা কাজু বাদাম
  9. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    পেঁপেটা পাতলা করে ছোটো করে কেটে নেবো।

  2. 2

    কড়াইতে গরম জলে পেঁপে হাল্কা সেদ্দ্য করে নেবো।এবং জল ঝরিয়ে নেবো।

  3. 3

    কড়াইতে অল্প পরিমান তেল দিয়ে সরষে শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁপে দিয়ে হাল্কা নাড়াচাড়া করে এক চিমটি নুন দিয়ে নাড়াচাড়া করে চিনি দিয়ে দেবো।

  4. 4

    চিনি থেকে জল ছড়তে শুরু করলে পরিমান মতো জল দিয়ে দেবো।জল কিছুটা ফুটে এলে শিরা মতো হলে কিসমি কজু দিয়ে দেবো।

  5. 5

    নিজের মতো করে পাএে পরিবেসন করে উপর দিয়ে কিসমিস কাজু দিয়ে নেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Dutta
Priyanka Dutta @cook_24610957

Similar Recipes