খান্ডভি (Khandvi recipe in Bengali)

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#GA4
#week4

আমি আজ একটি গুজরাটের রেসিপি বানাচ্ছি।

খান্ডভি (Khandvi recipe in Bengali)

#GA4
#week4

আমি আজ একটি গুজরাটের রেসিপি বানাচ্ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 কাপবেসন
  2. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  3. 2-3 ফোঁটালেবুর রস
  4. স্বাদমতোনুন
  5. 1 চা চামচথেঁতো করা আদা
  6. 1 চা চামচথেঁতো করা কাঁচালঙ্কা
  7. 1 কাপটক দই
  8. 1 1/2 কাপজল
  9. 1/4 চা চামচচিনি
  10. 1/4 চা চামচহিং
  11. ছোঁক/তরকা দেবার জন্য
  12. 3-4 টেকাঁচালঙ্কা
  13. 1 চা চামচকালো সর্ষে
  14. 2টেবিল চামচ কারিপাতা
  15. পরিমানমতোসাজানোর জন্য ধনেপাতা কুচি
  16. পরিমাণ মতোনারিকেল কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি মাঝারি সাইজের পাত্রে টক দই নিতে হবে এবং ভালো করে ফেটাতে হবে।

  2. 2

    হলুদ গুঁড়ো, হিং এবং স্বাদ মতো নুন ফেটানো দইতে দিতে হবে।

  3. 3

    এরপর বেসন দিয়ে ভালো করে মেশাতে হবে। যাতে একটি নরম মিশ্রণ তৈরি হয়।

  4. 4

    এবার একটা কড়াই গরম করে তার মধ্যে মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। আঁচ মাঝামাঝি রাখতে হবে।

  5. 5

    সমানে মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে। মনে রাখতে হবে, মিশ্রণটি যাতে দলা পাকিয়ে না যায়।

  6. 6

    এরপর একটি বা দুটি থালা নিতে তাতে কয়েক ফোঁটা তেল নিয়ে মাখাতে হবে। এরপর থালার মধ্যে মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    মিশ্রনটিকে এবার পাঁচ মিনিটের জন্য ঠাণ্ডা হতে দিন।

  8. 8

    এবার ফিতের মতো আকারে ২ ইঞ্চি মাপে মিশ্রণটিকে কেটে নিন।

  9. 9

    কেটে রাখা মিশ্রণটির ওপর নারকেল এবং কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন।

  10. 10

    এবার কেটে রাখা মিশ্রনের প্রতিটি ফিতাকে সাবধানে রোল করতে থাকুন। খেয়াল রাখবেন রোল কররা সময় যেন ভেঙ্গে না যায়।

  11. 11

    এবার একটি ছোট পাত্রে তেল গরম করুন।
    এবার তেলে পরিমাণ মতো গোটা সরষে ফেলে দিন।

  12. 12

    কিছু সময় পরে তেলের মধ্যে কারিপাতা দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকুন। এবার 2 চামচ চিনি ও 1/4 কাপ জল দিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করুন।

  13. 13

    তেলে ভাজা মশলাটি রোল করে রাখা খাণ্ডভীর ওপর ছড়িয়ে দিতে হবে।

  14. 14

    উপর দিয়ে ধনেপাতা ও নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

Similar Recipes