গোলাপ জামুন (golapjamun recipe in Bengali)

Rupali Gantait
Rupali Gantait @cook_26391202

#ebook2
#সরস্বতী পূজা/ পৌষ পার্বণ
সরস্বতী পুজোর ভোগ খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়।তাই বাড়িতেই বানিয়ে ফেললাম গোলাপ জামুন ।

গোলাপ জামুন (golapjamun recipe in Bengali)

#ebook2
#সরস্বতী পূজা/ পৌষ পার্বণ
সরস্বতী পুজোর ভোগ খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়।তাই বাড়িতেই বানিয়ে ফেললাম গোলাপ জামুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিঃ
৮-৯জন
  1. ১ কাপ সুজি
  2. ১/৫ কাপ তরল দুধ
  3. ৬ চা চামচ গুঁড়ো দুধ
  4. ২ কাপ চিনি
  5. ২ চা চামচ ঘি
  6. ২-৩ টা এলাচ
  7. ১ টা তেজপাতা
  8. পরিমাণমতোজল ও তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিঃ
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ২ চামচ ঘি গরম করে তার মধ্যে ১/৫ কাপ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ৪ চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে ৩ চামচ চিনি দিয়েএকটি মিশ্রণ বানাতে হবে।

  2. 2

    এবার ঐ মিশ্রনে ১ কাপ সুজি একটু একটু করে দিয়ে মিশিয়ে ৫ মিঃ নাড়াচাড়া করে একটু মাখো মাখো হয়ে এলে মিশ্রণ টি একটি পাত্রে ঢেলে নিতে হবে। ১ মিঃ পর মিশ্রণ টা গরম থাকতে থাকতেই হাত দিয়ে ৭-৮মি:ভালো করে মুথে নিতে হবে এরপর আরও ২ চামচ গুঁড়ো দুধ দিয়ে সুজির মিশ্রণ টি মুথে নিতে হবে।

  3. 3

    এরপর ঐ মিশ্রনটি ছোট ছোট টুকরো করে কেটে মিষ্টির সাইজের মতো গোল করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে একদম অল্প আঁচে গোল বল গুলো আস্তে আস্তে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। বলগুলো ভাজতে ভাজতে অন্যদিকে আরেকটি কড়াইতে ১/৫ কাপ চিনি, ৩ কাপ জল ৩ টি এলাচ, ১ টি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে একটি সিরা বানিয়ে নিতে হবে।

  4. 4

    সিরা তৈরি হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা মিষ্টি গুলো দিয়ে প্রথমে ১০ মিঃ ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়ে আবার ঢাকনা খুলে মিষ্টি গুলো একটু উল্টে পাল্টে নিয়ে ১০ মিঃ ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিলেই রেডি সুজির গোলাপ জামুন। খেতে অসাধারন এই মিষ্টি টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupali Gantait
Rupali Gantait @cook_26391202

মন্তব্যগুলি (8)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
দারুন 👍👍
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস এন্ড অনুসরণ প্লিজ আমি দিয়েছি

Similar Recipes