সেমাই উপমা(Semai upma recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#GA4
#Week5
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি উপমা শব্দ বেছে নিলাম। সেমাই উপমা দ: ভারতের একটি জনপ্রিয় জলখাবার।

সেমাই উপমা(Semai upma recipe in Bengali)

#GA4
#Week5
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি উপমা শব্দ বেছে নিলাম। সেমাই উপমা দ: ভারতের একটি জনপ্রিয় জলখাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জন
  1. 1 বাটিসেমাই
  2. 2.5 বাটিজল
  3. 2টেবিল চামচ চিনে বাদাম
  4. 2টেবিল চামচ মটরশুঁটি
  5. 2টেবিল চামচ সুইট কর্ন
  6. 1 বাটিসবজি (গাজর ক্যাপ্সিকাম ও ফুলকপি ছোট টুকরো করে কাটা)
  7. স্বাদমতোলবণ
  8. 1 চা চামচচিনি
  9. 1টেবিল চামচ তেল
  10. 1/4 চা চামচকালো সর্ষে
  11. 1/4 চা চামচগোটা জিরে
  12. 1টেবিল চামচ টমেটো সস
  13. 2 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    পছন্দ মতো সবজি গুলো ছোট টুকরো করে কেটে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    তেল গরম হলে এরমধ্যে কালো সর্ষে, জিরে, কারিপাতা ঐ শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  3. 3

    ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এতে চিনে বাদাম দিয়ে ভাজতে হবে।

  4. 4

    এবার এতে সব সবজি দিয়ে ভাজতে হবে।

  5. 5

    সবজি ভাজা হয়ে গেলে এতে আগে থেকে রোস্ট করা সেমাই দিয়ে ভাজতে হবে।

  6. 6

    মিনিট খানেক নাড়াচাড়া করে জল আর স্বাদমতো লবণ দিয়ে সেদ্ধ করতে দিতে হবে।

  7. 7

    সব কিছু সেদ্ধ হয়ে এলে এরমধ্যে চিনি আর টমেটো সস দিয়ে মিশিয়ে দিয়ে কম আঁচে মিনিট কয়েক ঢাকা দিয়ে রাখতে হবে।

  8. 8

    এবার আঁচ বন্ধ করে লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি গরম গরম সেমাই উপমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes