সুজির মশলা ইডলি সাথে নারকেলের চাটনি (soojir masala recipe in Bengali)

Kaajjal Majumdar
Kaajjal Majumdar @cook_26777674

#রান্নাঘর
#স্ন্যাক্স

সুজির মশলা ইডলি সাথে নারকেলের চাটনি (soojir masala recipe in Bengali)

#রান্নাঘর
#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪০০ গ্রাম সুজি
  2. ৫০০ গ্রাম টক দই
  3. ১ চা চামচ খাবার সোডা
  4. স্বাদমতো নুন
  5. ১ কাপ নারকেল কোরা
  6. ৩ চা চামচ ভাজা ছোলার ডাল
  7. ৯ টা কাঁচা লঙ্কা
  8. ১ ছোট টুকরো আদা
  9. পরিমান মতো পুদনাপাতা ও কারি পাতা
  10. ২ চা চামচ কালো সর্ষে
  11. ৬ চা চামচ সাদা তেল
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  14. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে সুজি,৪০০ গ্রাম দই, নুন পরিমান মতো ও দিয়ে হালকা পাতলা করে ফেটিয়ে নিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  2. 2

    ১০ মিনিট পর আবার ভালো করে সুজির মিশ্রণ টি ফেটিয়ে নিয়ে তাতে ১ চা চামচ খাবার সোডা মিশিয়ে সঙ্গে সঙ্গে ইডলি মেকার বসিয়ে ২০ মিনিটের জন্যে ভাপা তে হবে।

  3. 3

    এবার চলে আসি চাটনি বানাতে, প্রথমে মিক্সসি তে নারকেল কোরা, ভাজা ছোলার ডাল,পরিমান মতো নুন,১০০ গ্রাম টক দই, অল্প পরিমান জল,৩ টে কাঁচা লঙ্কা,১ টুকরো আদা, অল্প করে পুদিনা পাতা দিয়ে ভালো করে পেশাই করে নিতে হবে।

  4. 4

    এর পর কড়াই তে ৩ চা চামচ তেল গরম করে তাতে কালো সরষে,৩ টে কাঁচা লঙ্কা চিরে, ও অল্প করে কারি পাতা ফরণ দিয়ে সেটা কে নিয়ে নারকেল চাটনি র মধ্যে ফোরণ দিলেই নারকেল চাটনি তৈরি।

  5. 5

    ২০ মিনিট পর ইডলি গুলো তুলে আবার কড়াই টে ৩ চা চামচ তেল গরম করে তাতে কালো সরষে,৩ তে কাঁচা লঙ্কা চিরে,অল্প কারি পাতা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো,হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে তাতে ইডলি গুলো দিয়ে ভেজে নিলেই গরম গরম মশলা ইডলি তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kaajjal Majumdar
Kaajjal Majumdar @cook_26777674

Similar Recipes