ডুমুরের তরকারি(Dumurer torkari recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ebook2
অনেকে মাছ মাংস খান না. কিন্তু এই ডুমুরো যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তাহলে মাছ-মাংসের মতই খুব ভালো লাগে খেতে. পুজোর সময় বা অন্য কোনো অনুষ্ঠানে যারা মাছ মাংস খান না তারা এই ভাবে রান্না করে খেলে দারুন লাগবে.

ডুমুরের তরকারি(Dumurer torkari recipe in Bengali)

#ebook2
অনেকে মাছ মাংস খান না. কিন্তু এই ডুমুরো যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তাহলে মাছ-মাংসের মতই খুব ভালো লাগে খেতে. পুজোর সময় বা অন্য কোনো অনুষ্ঠানে যারা মাছ মাংস খান না তারা এই ভাবে রান্না করে খেলে দারুন লাগবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 500 গ্রামডুমুর
  2. 2টেবিল চামচ মিট মসলা
  3. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  4. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  5. স্বাদমতোলবণ
  6. 1/2 কাপতেল
  7. 1 টাতেজপাতা
  8. 1/2টেবিল চামচ গোটা জিরা
  9. 1 টিগোটা শুকনো লঙ্কা
  10. 3 টিপেঁয়াজ কুচি
  11. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  12. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. 1 টিটমেটো কুচি
  14. 3 টিকাঁচা লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    হাতে তেল লাগিয়ে ডুমুর গুলির চারপাশ থেকে কেটে নিতে হবে. আর বীজ গুলি বাদ দিয়ে দিতে হবে. কেটে কেটে একটি বাটিতে জল নিয়ে লবণ হলুদ দিয়ে মিশিয়ে রাখতে হবে.এবার একটি প্রেসার কুকারে এক গ্লাস জল দিয়ে লবণ হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে. এবার জল ঝরিয়ে নিতে হবে.

  2. 2

    কড়াইতে তেল দিয়ে লঙ্কা, তেজপাতা গোটা জিরে,ফোরন দিতে হবে. পেঁয়াজ দিয়ে দিতে হবে. পেঁয়াজ গুলো ভাজাভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, মিট মসলা, লবণ, হলুদ,লংকা গুরো দিয়ে সব মসলা দিয়ে দিতে হবে. দু মিনিটের মত নেড়েচেড়ে টমেটো দিতে হবে. এক মিনিটের মত নেড়ে ডুমুর দিয়ে দিতে হবে. আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দুই কাপের মতো জল দিতে হবে.

  3. 3

    এবার এটি পেশার কুকারে ঢেলে দিতে হবে. ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে. পেশার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে দিতে হবে. আবার গ্যাস জ্বালিয়ে পেশার কুকার টা একটু গরম করে গরম মশলা গুঁড়ো দিয়ে দুমিনিট রেখে নেড়েচেড়ে নামাতে হবে. এবার গরম গরম পরিবেশন করতে হবে ভাতের / রুটি/ পরোটার সাথে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes