লাবড়া বা পাঁচ তরকারি(labra recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#পৌষ পার্বন/সরস্বতী পূজা
সরস্বতী পুজোয় ভোগে খিচুড়ির সাথে যে লাবড়া বা পাঁচ তরকারি থাকে তা প্রায় কোনো মশলা ছাড়াই অসাধারণ খেতে হয়; যত রকমের সবজি থাকে সব কিছু দিয়েই তৈরি হয় এই তরকারি।মূলো ও থোড় দিলে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়।চলো তবে বানিয়ে ফেলি

লাবড়া বা পাঁচ তরকারি(labra recipe in Bengali)

#ebook2
#পৌষ পার্বন/সরস্বতী পূজা
সরস্বতী পুজোয় ভোগে খিচুড়ির সাথে যে লাবড়া বা পাঁচ তরকারি থাকে তা প্রায় কোনো মশলা ছাড়াই অসাধারণ খেতে হয়; যত রকমের সবজি থাকে সব কিছু দিয়েই তৈরি হয় এই তরকারি।মূলো ও থোড় দিলে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়।চলো তবে বানিয়ে ফেলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জন
  1. ২টি বড় আলু
  2. ৭টি পটল
  3. ২টি বড় ঝিঙে
  4. ১টি বেগুন
  5. ৬টি বিন্স
  6. ৪০০গ্রাম মিষ্টি কুমড়ো
  7. ১বাটি(ছোট)নারকেল কোরা
  8. ১টা টমেটো কুচি(মাঝারি)
  9. ৩টে চেরা কাঁচালঙ্কা(স্বাদ অনুযায়ী)
  10. ১চা চামচ আদা বাটা
  11. স্বাদমতো নুন
  12. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ চিনি
  14. ১চা চামচ ভাজা মশলা(জিরে-শুকনোলঙ্কা ড্রাইরোস্ট করে)
  15. ২টি তেজপাতা ও শুকনোলঙ্কা
  16. ১চা চামচ পাঁচফোড়ন
  17. পরিমাণ মতো সর্ষের তেল
  18. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সবজি গুলো সব কেটে নেওয়া হল নীচে দেখানো ছবির মতো টুকরো করে।প্রয়োজনমতো খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রাখা হয়েছিল তার আগেই।নারকেল কুড়িয়ে নেওয়া হল,সঙ্গে রাখা হল টমেটো কুচি ও চেরা কাঁচালঙ্কা।

  2. 2

    তিন পলা সর্ষের তেল দিয়ে কড়াই বসিয়ে দেওয়া হল গ্যাসে।তেল গরম হলে শুকনোলঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে রাখা হল ত্রিশ সেকেন্ড মতো।

  3. 3

    এবারে পরপর একে একে সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে দু-মিনিট করে।প্রথমে আলু, তারপর পটল,ঝিঙে,বিন্স,মিষ্টি কুমড়ো,আর সবশেষে বেগুন দিয়ে দু'মিনিট করে ভেজে নিতে হবে।

  4. 4

    সব সবজিগুলো সামান্য ভেজে নিয়েই দিতে হবে টমেটো কুচি ও চেরা কাঁচালঙ্কা।একবার নাড়িয়ে নিয়ে নারকেল কোড়া,পরিমাণ মতো নুন-হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট।আঁচ থাকবে লো।

  5. 5

    ঢাকা খুলে সবজি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে এক চামচ আদা বাটা দিয়ে আরেকটু রেখে দিতে হবে লো আঁচে।এরপর পাওয়ার বাড়িয়ে শুকিয়ে নিতে হবে সব্জি থেকে বের হওয়া জল।

  6. 6

    চিনি দিতে হবে এই সময়।সবজির জল একদম শুকিয়ে এলে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে দিতে হবে।এক চামচ ঘি ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে।ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট।

  7. 7

    এরপর ঢাকা খুলে সবটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিলেই তৈরি লাবড়া।খিচুড়ি বা নিরামিষ কোনো ডালের সাথে এর স্বাদ অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes