মালাই পনির কোরমা (Malai Paneer Korma recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#GA4
#Week6
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পনির বেছে নিয়েছি।

মালাই পনির কোরমা (Malai Paneer Korma recipe in Bengali)

#GA4
#Week6
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি পনির বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রামপনির
  2. ২চা চামচদই
  3. ২টোপেঁয়াজ (মিডিয়াম সাইজের)
  4. ৫-৬ টাকাজুবাদাম
  5. ৩-৪টেলবঙ্গ
  6. ৩টেএলাচ
  7. ১চা চামচসা জিরে
  8. স্বাদ মতোনুন
  9. স্বাদ মতোচিনি
  10. ১ ইঞ্চিআদা
  11. ৩-৪টেএলাচ
  12. ৪টেগোটা গোলমরিচ
  13. ১/২কাপদুধ
  14. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  15. ১চা চামচএলাচ গুঁড়ো
  16. ১চা চামচজয়িত্রী গুঁড়ো
  17. ২টোচেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি কড়াইয়ে জল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, কাজুবাদাম, গোটা গোলমরিচ,সা জিরে, লবঙ্গ, এলাচ এ গুলো সব দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। পেঁয়াজ গুলো সেদ্ধ হয়ে গেলে জল টা ঝরিয়ে নিয়ে মিক্সিং জারে এ গুলো নিয়ে তার সাথে দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তাতে ঐ পেস্ট চেরা কাঁচা লঙ্কা টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ১২-১৩মিনিট। ঢাকা খুলে দুধ টা দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। স্বাদ মতো নুন, চিনি দিতে হবে।

  3. 3

    এবার জয়িত্রী গুঁড়ো, এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।গ্ৰেভি ঘন হয়ে এলে তাতে পনির গুলো দিয়ে ২-৩মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়ে পরিবেশন করলেই তৈরি মালাই পনির কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

মন্তব্যগুলি (4)

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
ঘ্রাণ এ অরধ ভোজন হয় But আমার দর্শন এ ফুল ভোজন করলাম
👌👌👌
আমার রেসিপি গুলো দেখো
পারলে Comments কোরো
আর অনুসরন কোরো 😀

Similar Recipes