লাচ্ছা এগ মশালা চিকেন রোল (laccha egg mashala chicken roll recipe in bengali)

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

লাচ্ছা এগ মশালা চিকেন রোল (laccha egg mashala chicken roll recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ - ৩
  1. ৩০০গ্রামময়দা
  2. ১/২টেবিল চামচচিনি
  3. ১টেবিল চামচডালডা/মাখন
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. প্রয়োজন অনুযায়ীগরম জল
  6. চিকেনের পুর তৈরির উপকরণ
  7. ৩-৪টেবিল চামচতেল
  8. ১৫০গ্রামচিকেন কিমা
  9. ১টেবিল চামচপিঁয়াজ কুচি
  10. ১টেবিল চামচআদা বাটা
  11. ১/২টেবিল চামচরসুন কুচি
  12. ১টেবিল চামচক্যাপ্সিকাম
  13. ১টেবিল চামচলাল ক্যাপ্সিকাম
  14. ১ টেবিল চামচহলুদ ক্যাপ্সিকাম
  15. ১/২ টেবিল চামচগোলমরিচ গুঁড়ো
  16. ২টেবিল চামচচাট মসলা
  17. ১টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ১টেবিল চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ময়দাতে চিনি,ডালডা/মাখন ও নুন দিয়ে ময়ান টা ভালোভাবে মিশিয়ে গরম জল দিয়ে মেখে ঢেকে রাখুন অন্তত ৩০মিনিট

  2. 2

    কড়াইতে তেল গরম হলে তাতে পিয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে,আদা বাটা ও রসুন কুচি দিন।

    **চিকেনের কিমা দিয়ে অল্প নুন দিয়ে ঢাকুন কিছুক্ষন।

    ***চিকেনের রং সাদা হতে শুরু করলে হলুদ - লঙ্কা গুঁড়ো দিন।

    ****ক্যাপ্সিকাম কুচি গুলো দিয়ে গোলমরিচ গুঁড়ো, চাট মসলা ও নুন দিন। ভালো মত কষিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন।

  3. 3

    রোল তৈরি পদ্ধতি - 

    ময়দার ডো থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিয়ে,ওপরে তেল বুলিয়ে ময়দা ছিটিয়ে দিন।

  4. 4

    ব্যাসার্ধ বরাবর রুটিতে একটি চিরা তৈরি করুন এবং এটি শঙ্কুর আকারে রোল করুন।

  5. 5

    সমতল করতে হাতের তালুর সাহায্যে একটু চাপুন।  এটি পুনরায় শিথিল করার জন্য প্রায়  ৫ মিনিটের জন্য ময়দাটি ঢেকে রাখুন, এর পরে এটি দ্বিতীয় বারের জন্য রোল করুন।

  6. 6

    ফ্ল্যাট ফ্রাইং প্যানে তেল গরম করুন।  সোনালী রঙ হওয়া পর্যন্ত উভয় দিকে ভাজুন।পুরোপুরি ভাজা হয়ে গেলে এর উপরে ফেটানো ডিম ছড়িয়ে উল্টে কিছুক্ষন ভেজে নামিয়ে নিন ।

  7. 7

    রোল টিতে চিকেনের পুর দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

Similar Recipes