পনির মশলা (paneer masala recipe in Bengali)

Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

#GA4
#Week6
Puzzle থেকে আমি পনির বেছে নিয়ে রেসিপি করেছি ‌

পনির মশলা (paneer masala recipe in Bengali)

#GA4
#Week6
Puzzle থেকে আমি পনির বেছে নিয়ে রেসিপি করেছি ‌

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম পনির
  2. ১.৫ টেবিল চামচ দই
  3. ২ টেবিল চামচ পোস্ত
  4. স্বাদমতোনুন ও চিনি
  5. ১চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ টা তেজপাতা
  8. ২ টি লঙ্কা
  9. ১চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পনির টা‌ কেটে নিতে হবে এবং কড়াইয়ে তেল দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এরপর আদা,পোস্ত এবং লঙ্কা বেটে নিতে হবে এবং কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ফোঁড়ন দিতে হবে।

  3. 3

    ঐ কড়াইয়ে পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো চিনি ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর মশলা কষে এলে তাতে অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে এবং ভেজে রাখা পনির গুলো ছেড়ে দিতে হবে।

  5. 5

    জল শুকিয়ে ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

Similar Recipes