কড়াইশুঁটির কচুরি (Koraishutir kachuri recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#ebook2
#দুর্গাপুজো
#পূজা2020

কড়াইশুঁটির কচুরি (Koraishutir kachuri recipe in Bengali)

#ebook2
#দুর্গাপুজো
#পূজা2020

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
4 জন
  1. 3 কাপছাড়ানো কড়াইশুঁটি
  2. 1 চা চামচমৌরি
  3. 1 ইঞ্চিআদা কুচোনো
  4. 1/4 চা চামচহিং
  5. 5 টাকাঁচা লঙ্কা
  6. 2 টোতেজপাতা
  7. 3টেবিল চামচসর্ষের তেল
  8. 1টেবিল চামচ চিনি
  9. পরিমাণ মতোনুন
  10. 1 চা চামচঘি
  11. 250 গ্রামময়দা
  12. 1টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য
  13. প্রয়োজন মতভাজবার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    ময়দায় ময়ান দিয়ে মেখে রাখতে হবে। করাইশুঁটি ছাড়িয়ে নিতে হবে।

  2. 2

    করাইশুঁটি মিক্সিতে বেটে নিতে হবে।আদা মৌরি কাঁচা লঙ্কা বেটে রাখতে হবে

  3. 3

    আঁচে কড়া বসিয়ে তেল গরম করতে হবে ।তেলে তেজপাতা দিয়ে করাইশুঁটি ছাড়তে হবে। আদা মৌরি কাঁচা লংকা বাটা নুন চিনি দিয়ে নাড়তে হবে। মণ্ড পাকিয়ে গেলে ঘি দিয়ে নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে ঠান্ডা করতে হবে। দেখতে হবে করাইশুঁটি পুর হাতে লাগছে কিনা যদি না লাগে তবে বুঝতে হবে পুর তৈরি হয়েছে ।নামিয়ে ঠান্ডা করে লেচি করতে হবে

  4. 4

    মাখা ময়দা ঠেসে নিয়ে লেচি কাটতে হবে।ময়দার লেচি পুরের লেচি থেকে সামান্য বড়ো হবে।ময়দার লেচি মধ্যে পুরের লেচি ভরে লুচির মতো বেলতে হবে।

  5. 5

    আঁচে কড়া বসিয়ে সাদা তেল গরম করতে দিতে হবে । তেল গরম হলে একে একে কচুরি ভেজে তুলতে হবে।

  6. 6

    আলুর দম কিংবা আলুর তরকারির সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes