গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malaikari recipe in Bengali)

Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর

গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malaikari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৩ টি গলদা চিংড়ি
  2. ১ টেবিল চামচ লেবুর রস
  3. ১ কাপ নারকেল বাটা
  4. ১ কাপ নারকেল এর দুধ
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  9. ১ টেবিল চামচ আদা- রসুন বাটা
  10. ২ টি বড় পেঁয়াজ বাটা
  11. ১ কাপ টমেটো পিউরি
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. স্বাদমতো নুন ও চিনি
  14. ১ কাপ সর্ষের তেল
  15. ১ চা চামচ গোটা জিরে
  16. ২ টি তেজপাতা
  17. পরিমাণ মতো গোটা গরম মশলা।

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    গলদা চিংড়ির মাথা ও লেজের খোসা রেখে পেটের খোসা ছাড়িয়ে দুদিকের সুতো বের করে নিলাম। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

  2. 2

    এবার মাছ গুলো নুন ও হলুদ গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে তেল গরম করে ভেজে তুলে রাখলাম।

  3. 3

    এবার তেল এ গোটা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা দিলাম।এবার পেঁয়াজ বাটা দিয়ে ভেজে একে একে সব বাটা ও গুঁড়ো মশলা দিলাম। নারকেল বাটা দিলাম। স্বাদমতো নুন ও চিনি দিলাম।টম্যাটো পিউরি দিলাম।

  4. 4

    ভালো করে মশলা ভেজে নারকেল এর দুধ দিলাম। গ্রেভি ফুটে ঘন হলে গ্যাস অফ করলাম।

  5. 5

    পরিবেশন করার জন্যে তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Dasgupta
Madhumita Dasgupta @cook_16906395
জামশেদপুর
মধু'স কিচেন
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes