ফুলকো লুচি (Phulko luchi recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#পূজা2020

দুর্গাপূজোর সময় বা যে কোনো ঠাকুরের ভোগ নিবেদনের জন্য এই ফুলকো লুচি খুবই প্রয়োজনীয় । সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুন্দর ।

ফুলকো লুচি (Phulko luchi recipe in bengali)

#পূজা2020

দুর্গাপূজোর সময় বা যে কোনো ঠাকুরের ভোগ নিবেদনের জন্য এই ফুলকো লুচি খুবই প্রয়োজনীয় । সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুন্দর ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 250 গ্রামময়দা
  2. 3 চা চামচতেল
  3. 1/2 চামচলবণ
  4. 1 চিমটিকালজিরা
  5. 1 চিমটিজোয়ান
  6. 400 এম এলতেল ভাজার জন্য
  7. পরিমাণ মতো উষ্ণ জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আমি প্রথমেই ময়দার সাথে চামচ তেল, লবণ, কালজিরা ও জোয়ান মিশিয়ে নিলাম ।

  2. 2

    এবার শুকনো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিলাম ।

  3. 3

    এবার একটু জল উষ্ণ গরম করে ময়দার সাথে ধীরে ধীরে ঢালতে ঢালতে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম ।

  4. 4

    এই ময়দার মণ্ডটা একটা ভেজা কাপড়ে জড়িয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখেদিলাম ।

  5. 5

    এবার 30 মিনিট পর ঢাকা খুলে ছোট ছোট লেচি কেটে কেটে বেলে নিলাম ।

  6. 6

    এখন গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে তাতে সব লুচি ভেজে এক এক করে তুলে নিলাম ।

  7. 7

    এবার তৈরী ফুলকো লুচি । আমি ফুলকো লূচির সাথে সেমুই এর পায়েস, কাবলিচানা সবজি, মটর পনীর, চাটনি ও দই দিয়ে সাজিয়ে মা দুর্গার কাছে ভোগ নিবেদন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

মন্তব্যগুলি

Similar Recipes