হাইওয়ে ধাবা চিকেন কারি(Highway Dhaba chicken curry recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#ebook2
দুর্গাপূজা

হাইওয়ে ধাবা চিকেন কারি(Highway Dhaba chicken curry recipe in Bengali)

#ebook2
দুর্গাপূজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্ৰাম চিকেন
  2. ১/৪ কাপ সাদা তেল
  3. পরিমান মতোগোটা গরম মসলা (২" দারচিনি ৩-৪ টি লবং, ৪-৫ টি এলাচ)
  4. ১ কাপ পেঁয়াজ স্লাইস করে কাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ৩-৪ টি চেরা কাঁচা লঙ্কা
  8. ১ কাপ টমেটো বাটা
  9. ১ টেবিল চামচ কাশ্মিরি লাল লঙ্কার গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  14. স্বাদমতোনুন
  15. ১ চা চামচ চিনি ( ঐচ্ছিক)
  16. ১ টেবিল চামচ কসুরি মেথি
  17. ১ টেবিল চামচ ঘি
  18. ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  19. ১ চা চামচ আদা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে তেল দিয়ে গোটা গরম মসলা ফোঁড়োন দিতে হবে, সুগন্ধ বের হলে পেঁয়াজ দিতে হবে।পেঁয়াজ ভাজা হলে আদা বাটা, রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    মসলা ভাজা হয়ে গেলে টমেটো বাটা ও চিকেন দিয়ে নেড়ে চেড়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট কষাতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট বা চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে।

  3. 3

    সেদ্ধ হয়ে এলে কসুরি মেথি মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে আদা কুচি ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে চিকেনের ওপর ঢেলে দিতে হবে, তৈরি হয়ে গেল হাইওয়ে ধাবা চিকেন কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes