স্পাইসি লাউ ডালের কোফতা কারি (spicy lau daler kofta curry recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

স্পাইসি লাউ ডালের কোফতা কারি (spicy lau daler kofta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১/২ কেজি লাউ গ্রেট করা
  2. ১ কাপ ছোলার ডাল বাটা
  3. ৩ টি মাঝারি পেঁয়াজ
  4. ২ টি টমেটো
  5. ৩-৪ কোয়া রসুন
  6. ৩-৪ টি কাঁচা লঙ্কা
  7. ২ চা চামচ ধনেপাতা কুচি
  8. ১ টেবিল চামচ কসুরি মেথি
  9. ২ টেবিল চামচ বেসন
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  12. ২ টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. ১ চিমট হিং
  14. ১/২ চা চামচ গোটা জিরা
  15. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  16. স্বাদ মতনুন
  17. ১ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    গ্রেট করা লাউ, ছোলার ডাল বাটা, নুন, কসুরি মেথি ও লঙ্কার গুঁড়ো দিয়ে একত্রে মিশিয়ে বল বানিয়ে ডুবো তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজ, টম্যাটো, রসুন ও কাঁচা লঙ্কা একত্রে বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে ৩ টেবিল চামচ তেল দিতে হবে। তেলে গরম হলে গোটা জিরা ও হিং ফোড়ন দিতে হবে।

  4. 4

    এবার এতে বাটা মসলা ও নুন দিয়ে ঢিমে আঁচে ৫-৬ মিনিট কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে অল্প জল দিয়ে দিতে হবে।

  5. 5

    কয়েকমিনিট ফুটলে কোফতা গুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes