লুচি (luchi recipe in bengali)

SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara

#ebook2
দুর্গাপূজার সময় সকালের জলখাবারে লুচি আমাদের সকলের বাড়িতেই হয়। বিশেষত অষ্টমীর দিন তো সারাদিন আমাদের বাড়িতে লুচি খাওয়া হয়।

লুচি (luchi recipe in bengali)

#ebook2
দুর্গাপূজার সময় সকালের জলখাবারে লুচি আমাদের সকলের বাড়িতেই হয়। বিশেষত অষ্টমীর দিন তো সারাদিন আমাদের বাড়িতে লুচি খাওয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
  1. ৩কাপময়দা
  2. ২ টেবিল চামচসাদা তেল
  3. ১ চা চামচচিনি
  4. প্রয়োজন মতজল
  5. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা টা একটা বড় পাত্রে নিতে হবে। এর মধ্যে চিনি টা মিশিয়ে দিতে হবে।

  2. 2

    ২ টেবিল চামচ সাদা তেল ময়দার সঙ্গে মিশাতে হবে।

  3. 3

    ময়দা চিনি ও তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    অল্প অল্প করে জল দিয়ে ময়দা টা মেখে একটা ডো তৈরী করে নিতে হবে।

  5. 5

    ময়দার ডো টা হাত দিয়ে ভালো করে থেশে নিতে হবে। এরপর ডো টা ১৫ মিনিট চাপা দিয়ে রাখতে হবে।

  6. 6

    এখন ছোট ছোট লেচি কেটে নিয়ে সেগুলো সামান্য একটু তেল দিয়ে গোল গোল করে বেলে নিতে হবে।

  7. 7

    কড়াইতে তেল গরম করতে হবে। তেল ভালো মত গরম হয়ে গেলে তাতে একটা করে বেলে রাখা লুচি ভেজে তুলে নিতে হবে। আলুরদম দিয়ে পরিবেশন করার জন্য তৈরি গরম গরম লুচি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara
If there is anything to change my mood and make me happy within a few minutes...that is cooking🍴A foodie who likes to do experiment for making new dishes just to give a change to your taste buds 🤗
আরও পড়ুন

Similar Recipes