গুঁড়ো দুধের পায়েস (Gunro dudher payesh in Bengali recipe)

Rupali Gantait
Rupali Gantait @cook_26391202

#GA4
#Week8
আজ ছোট বোনের জন্মদিন তাই বাড়িতেই বানিয়ে ফেললাম গুঁড়ো দুধের পায়েস।এই সপ্তাহের ধাঁধা থেকে আমি তাই milk বেছে নিয়েছি।

গুঁড়ো দুধের পায়েস (Gunro dudher payesh in Bengali recipe)

#GA4
#Week8
আজ ছোট বোনের জন্মদিন তাই বাড়িতেই বানিয়ে ফেললাম গুঁড়ো দুধের পায়েস।এই সপ্তাহের ধাঁধা থেকে আমি তাই milk বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৮-১০ জন
  1. ২০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ২৫০ গ্রাম আমূল দুধ(গুঁড়ো দুধ)
  3. ১কাপ মিছরি
  4. প্রয়োজন মতোবেশ কয়েকটি কাজুবাদাম
  5. প্রয়োজন অনুযায়ীকয়েকটি কিসমিস
  6. ৩-৪ টি এলাচ
  7. ২ টি তেজপাতা
  8. ৩ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে চাল ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে ২ চামচ ঘি মেখে রেখে দিতে হবে। কিসমিস ১৫ মিঃ জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটি কড়াইতে ১চামচ ঘি গরম করে ওর মধ্যে কাজুবাদাম গুলো ভেঙে ২ টুকরো করে দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ঐ কড়াইতেই ২ লিটার জল দিয়ে উষ্ণ গরম করে গুঁড়ো দুধ টা জলের মধ্যে ভালো ভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ২ টি তেজপাতা ও ৪ টি এলাচ গুঁড়ো করে দিয়ে অল্প আঁচে ১৫ মিঃ নেড়ে চেড়ে দুধ টা একটু ঘন হয়ে এলে ঘি দিয়ে মেখে রাখা চাল দিয়ে দিতে হবে সাথে সাথে কাজু ও কিসমিস গুলোও দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিশ্রণ টি মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে নাহলে নীচে লেগে পারে। চাল দুধ টা টেনে নেওয়ার আগে মাঝে ২ বার গরম জল দিয়ে ভালো করে চাল সেদ্ধ করে ওর মধ্যে ১কাপ মিছরি গুঁড়ো করে মিশিয়ে নিয়ে পুরোটা ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার মিশ্রনটি ঘন হয়ে এলেই নামিয়ে ১০ মিঃ পর পরিবেশন করুন।

  5. 5

    আমি ওপর থেকে বেশ কয়েকটি কাজুবাদাম ভাজা ছড়িয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupali Gantait
Rupali Gantait @cook_26391202

Similar Recipes