ফুলকপির রসা (phulkopir rosa recipe in bengali)

Tithi Sarkar
Tithi Sarkar @cook_27282905

#GA4
#Week10
cauliflower

ফুলকপির রসা (phulkopir rosa recipe in bengali)

#GA4
#Week10
cauliflower

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টাফুলকপি
  2. 4 টিআলু
  3. 100 গ্রাম সরষের তেল
  4. 1চা চামচ আদা বাটা
  5. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. 1/2চা চামচহলুদ
  7. 1/2 চা চামচপাঁচফোড়ন
  8. 1টি তেজপাতা গোটা
  9. 1চা চামচ জিরা বাটা
  10. 1/2চা চামচচিনি
  11. 1 টাগোটা লঙ্কা
  12. স্বাদ মতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ফুলকপি ও আলু গুলি ভালো করে কেটে নিতে হবে। তার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

  2. 2

    তার পর আলু গুলি কে সিদ্ধ করে নিতে হবে।

  3. 3

    তার পর কড়াই তে তেল দিয়ে ফুলকপি গুলি কে ভালো করে ভাজতে হবে। হালকা লাল করে।

  4. 4

    তার সাথে আলু দিয়ে ভালো করে ভাজতে হবে 3মিনিটের মত।

  5. 5

    ওই ভাজা গুলি কে নামিয়ে রাখতে হবে।

  6. 6

    তার পর কড়াই তে তেল দিয়ে চিনি দিয়ে পাঁচফোড়ন,তেজপাতা, গোটা লঙ্ক দিয়ে ফড়ন দিতে হবে।

  7. 7

    তার সাথে ওই মসলা গুলি দিতে হবে।আদা বাটা,জিরা বাটা,হলুদ,লঙ্ক দেয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  8. 8

    তার পর ওই আলু আর ফুলকপি গুলি কে দিয়ে দিতে হবে। একটু কষিয়ে জল দিতে হবে । তার পর সাদ মত লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তাহলে ফুলকপি রসা হয়ে যাবে।

  9. 9

    তার পর গরম গরম ফুলকপি রসা সাথে রুটি আর অল্প স্যালাড পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tithi Sarkar
Tithi Sarkar @cook_27282905

Similar Recipes